
পশ্চিম এশিয়ায় ইরান-ইজ়রায়েলের পর এ বার মধ্য আফ্রিকা। গত কয়েক দশক ধরে চলে আসা রোয়ান্ডা এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআরসি) মধ্যে ‘যুদ্ধ’ থামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘অন্ধকার মহাদেশে’ হিংসার বীভৎস চেহারা সহ্য করতে না পেরেই কি এই পদক্ষেপ? না কি ‘সুপার পাওয়ার’ দেশের দণ্ডমুণ্ডের কর্তাটির রয়েছে অন্য কোনও ছক? ওয়াশিংটনের শ্বেত প্রাসাদে (হোয়াইট হাউস) দু’পক্ষের শান্তিচুক্তিতে তাঁর মধ্যস্থতাকে ইতিমধ্যেই ‘বাঁকা চোখে’ দেখতে শুরু করেছেন কূটনীতিকদের একাংশ।

চলতি বছরের ২৭ জুন মার্কিন মধ্যস্থতায় শান্তিচুক্তিতে সম্মত হয় যুযুধান রোয়ান্ডা এবং ডিআরসি। বিশ্লেষকদের দাবি, এই সংঘাত বন্ধ করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে। প্রথমত, পূর্ব ও মধ্য আফ্রিকার বিখ্যাত সুবিশাল ‘গ্রেট লেক্স’ এলাকার বিরল খনিজ ভান্ডারের দিকে নজর পড়েছে তাঁর। দ্বিতীয়ত, সেখানে চিনের প্রভাব কম করতে চাইছেন তিনি। এই শান্তিচুক্তিতে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন ধুরন্ধর কূটনীতিকেরা।