গলওয়ান সংঘর্ষে তড়িচ্চুম্বকীয় হাতিয়ার ব্যবহার করে ভারতীয় সৈনিকদের গলিয়ে দেয় চিন! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক রাজনীতিবিদের এ-হেন মন্তব্যে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। নয়াদিল্লি ও বেজিঙের সম্পর্কে চিড় ধরাতেই কি পাঁচ বছর আগের সীমান্ত সংঘাতকে টেনে আনলেন তিনি? ওই ধরনের অস্ত্রের আদৌ কি অস্তিত্ব আছে? ট্রাম্পের দলের ওই নেতার ‘আজব’ দাবি ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।
গলওয়ান সংঘর্ষের প্রসঙ্গ টেনে ১১ সেপ্টেম্বর বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন রাজনীতিবিদ বিল হ্যাগার্টি। বর্তমানে আমেরিকার পার্লামেন্ট ‘কংগ্রেস’-এর উচ্চকক্ষ ‘সেনেট’-এর সদস্যপদ রয়েছে তাঁর। ট্রাম্পের দল রিপাবলিকার পার্টির ওই নেতার অবশ্য দাবি, ওই সংঘাতের পর নয়াদিল্লি ও বেজিঙের সম্পর্ক কখনওই পুরোপুরি মেরামত হয়নি। দু’তরফে বজায় আছে অবিশ্বাস এবং সন্দেহ।