‘স্ক্রিন টাইম’-এর ফাঁদে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। অভিভাবকেরাও হাল ছেড়ে দিতে বাধ্য হন কখনও-সখনও। তবে হাল ছাড়েননি মহারাষ্ট্রের একটি অখ্যাত (অধুনাখ্যাত) গ্রামের গ্রামপ্রধান। তিনি এমন একটি পন্থা নিয়েছেন, যা আগে সেই গ্রামে কেউ করে দেখাতে পারেননি। ছোট ছোট শিশু থেকে শুরু করে কলেজপড়ুয়া, এমনকি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের বইপত্রের দিকে মন ফেরাতে কঠোর এক নিয়ম আরোপ করেছেন নিজের গ্রামে।