কখনও শুল্ক নিয়ে হুঙ্কার। কখনও আবার নিজের শর্তে জোরজবরদস্তি বাণিজ্যচুক্তি সেরে নেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পাগলামি’তে অতিষ্ঠ গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে ভারত ও চিন-সহ একাধিক দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের বন্ড বিক্রি নিয়ে পড়ে গিয়েছে হুড়োহুড়ি। এদের অনেকে আবার সেই টাকা লগ্নি করছে সোনায়। ফলে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ‘হলুদ ধাতু’র দাম। এর জেরে স্বাভাবিক ভাবেই উঠে গিয়েছে একটা প্রশ্ন। আমেরিকার অর্থনীতির উপর ‘আস্থা’ হারাচ্ছে দুনিয়া?
সম্প্রতি, ভারত ও চিনের মতো দেশগুলির বিপুল পরিমাণে মার্কিন বন্ড বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজ়ারি বিভাগ। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, গত বছরের (পড়ুন ২০২৫ সাল) সেপ্টেম্বরে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কাছে ২০ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন বন্ড ছিল। কিন্তু মাত্র এক মাসের মধ্যে (পড়ুন অক্টোবরে) সেটা কমে ১৯ হাজার কোটি ডলারে নেমে আসে।