Advertisement
E-Paper

ফিল্মের চেয়েও সস্তা, এ বার নিশানায় বাণিজ্য

‘এক্সপ্লোরার’-এ চেপে মহাকাশ অভিযানে গিয়েছিলেন দুই নভশ্চর। আর তার পর রুশ কৃত্রিম উপগ্রহের ভগ্নাবশেষের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভেঙে পড়ে মহাকাশযান। জর্জ ক্লুনি ও সান্দ্রা বুলক অভিনীত হলিউডের অস্কারজয়ী ফিল্ম ‘গ্র্যাভিটি’-র এটাই ছিল প্রেক্ষাপট। ছবি তৈরিতে খরচ পড়েছিল ১০ কোটি ডলার। কাট টু ইসরো। ফিল্ম নয়, বাস্তব। প্রথম চেষ্টাতেই সফল হল ভারতের মঙ্গল অভিযান। খরচ পড়ল মাত্র ৭ কোটি ৩০ লক্ষ ডলার!

কুন্তক চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০১

‘এক্সপ্লোরার’-এ চেপে মহাকাশ অভিযানে গিয়েছিলেন দুই নভশ্চর। আর তার পর রুশ কৃত্রিম উপগ্রহের ভগ্নাবশেষের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভেঙে পড়ে মহাকাশযান। জর্জ ক্লুনি ও সান্দ্রা বুলক অভিনীত হলিউডের অস্কারজয়ী ফিল্ম ‘গ্র্যাভিটি’-র এটাই ছিল প্রেক্ষাপট। ছবি তৈরিতে খরচ পড়েছিল ১০ কোটি ডলার।

কাট টু ইসরো। ফিল্ম নয়, বাস্তব। প্রথম চেষ্টাতেই সফল হল ভারতের মঙ্গল অভিযান। খরচ পড়ল মাত্র ৭ কোটি ৩০ লক্ষ ডলার!

“হলিউডের একটা ফিল্ম বানাতেও এর থেকে বেশি খরচ পড়ে!” বুধবার মঙ্গলযানের সাফল্যের পর এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজ্ঞানীদের বুঝিয়ে দিলেন, প্রথম চেষ্টায় সফল হয়ে ইতিহাসে ঢুকে পড়াই শুধু নয়, নামমাত্র খরচও এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আর এই বিষয়টাকে সামনে রেখেই এ বার বিশ্ববাজার ধরতে হবে। মোদীর কথায়, “এই সাফল্য শুধু মহাকাশ গবেষণা ও অভিযানে আটকে রাখলে চলবে না। বরং দেশের অর্থনীতি জোরালো করতেও একে ব্যবহার করতে হবে।”

প্রধানমন্ত্রীর এই কথা যে বাস্তবে রূপায়ণ করা সম্ভব, তাতে সমর্থন জানিয়েছেন বিজ্ঞানীরাও। ভারতের সেই সুনামও রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরোর একটি শাখা সংস্থা ‘অ্যানট্রিক্স’। বিদেশি মুদ্রা উর্পাজনে এই সংস্থার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ দিনের বক্তৃতায় মোদী সেই উপার্জন বাড়ানোর দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন অনেকে। বিজ্ঞানীদের দাবি, এ দিনের সাফল্য সেই সুনামকেই আরও বাড়াবে।

ইসরোর এক মুখপাত্র বলছেন, সস্তায় বাজিমাত করার জন্যই ইসরোর কাছে জার্মানি, ইতালি, ফ্রান্স, কানাডার মতো উন্নত দেশগুলি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বরাত নিয়ে আসে। নিজেদের দেশে উৎক্ষেপণ করতে গেলে যা খরচ পড়ত, তার অর্ধেকেরও কম খরচে ভারত থেকে কৃত্রিম উপগ্রহ পাঠায় তারা। ওই মুখপাত্রের কথায়, “এত দিন আমরা ভাল পরিষেবা দিয়েছি। এ দিনের সাফল্য আমাদের আরও জাতে তুলল। আশা করছি, এ বার বেশি বেশি বরাত মিলবে।”

ইসরো-র আরও যুক্তি, মহাকাশ বিজ্ঞান বা এরোস্পেস প্রযুক্তিতে (চলতি ভাষায়, রকেট বিজ্ঞান) চটজলদি ও কম খরচে কাজ করার জন্য ভারতীয় ইঞ্জিনিয়ারদের সুনাম রয়েছে। চন্দ্রযানের সময়েও তা প্রমাণ হয়েছিল। এ বার বহু দূর পাড়ি দিয়ে ও নানা কঠিন বাধা পেরিয়ে মঙ্গলের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ (মঙ্গলযান) পৌঁছে দেওয়ায় সেই সুনামে আন্তর্জাতিক সিলমোহর পড়ল। এই প্রসঙ্গেই নাসার সঙ্গে ইসরোর তুলনা টেনেছেন অনেকে। গত সোমবারই মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে নাসার কৃত্রিম উপগ্রহ ‘মাভেন’। সেটি তৈরি করতে মার্কিন বিজ্ঞানীরা পাঁচ বছর সময় নিয়েছিলেন। আর ইসরো মঙ্গলযান তৈরি করে ফেলেছে মাত্র ১৫ মাসে!

মোদী অবশ্য এর আগেও মহাকাশ অভিযানের ক্ষেত্রে বাণিজ্যিক সাফল্যের কথা বলেছেন। ৩০ জুন শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ফ্রান্স, জার্মানি, কানাডা ও সিঙ্গাপুরের মোট পাঁচটি উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছিল ইসরো। সে দিন সার্ক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ওই গোষ্ঠীভুক্ত দেশগুলির জন্য বিশেষ কৃত্রিম উপগ্রহ তৈরি করতে বলেছিলেন তিনি। ছুঁয়ে গিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানের বাজার অর্থনীতির প্রসঙ্গ। কিন্তু এ দিন তাঁর বক্তৃতা শুনে অনেকেই মনে করছেন, কূটনীতি বা সামাজিক উন্নয়নের কথা বললেও মহাকাশ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক বাজার ধরতেই বেশি উৎসাহী মোদী।

প্রধানমন্ত্রী অবশ্য আজ মহাকাশ বিজ্ঞান নিয়ে কূটনীতির কচকচি তোলেননি। বরং দেশের প্রত্যন্ত এলাকায় নানা পরিষেবা পৌঁছে দিতে ইসরোকে সচেষ্ট হতে বলেছেন তিনি। ইসরো সূত্রের অবশ্য বক্তব্য: রিমোট সেন্সিং, নেভিগেশন ও টেলিমেডিসিনের ব্যাপারে ইসরো অনেক দিন ধরেই কাজ করছে। এ ব্যাপারে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম নামে একটি প্রকল্পও চালু হয়েছে। মোট সাতটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যেই দু’টি উৎক্ষেপণ করা হয়েছে। চলতি বছরেই আরও দু’টিকে পাঠানোর পরিকল্পনা আছে বলে জানান ইসরোর মুখপাত্র।

কিন্তু যদি ব্যর্থ হত ইসরো? এ কথাও উঠেছিল এক বার। জবাবটা দিয়েছেন প্রধানমন্ত্রীই “এটুকু ঝুঁকি তো নিতেই হয়।” ইসরোর সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়ে আরও বললেন, “চিত্ত যেথা ভয়শূন্য...।”

mangalyan mars orbiter isro kuntak chattopadhyay latest news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy