Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
চিনের সাংহাই প্রদেশ থেকে ক্যামেরায় ধরা দিল রক্তচাঁদের ছবি।

চিনের সাংহাই প্রদেশ থেকে ক্যামেরায় ধরা দিল রক্তচাঁদের ছবি। ছবি: এএফপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ key status

শেষ হল চন্দ্রগ্রহণ

রাত ২টো ২৫ মিনিট নাগাদ শেষ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর পরে আবার ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৯ key status

রাত ১টা ৩০ মিনিটের ছবি

কলকাতার আকাশের ছবি। সময় তখন রাত ১টা ৩০ মিনিট।

কলকাতার আকাশের ছবি। সময় তখন রাত ১টা ৩০ মিনিট। ছবি: শৌভিক দেবনাথ।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৭ key status

দক্ষিণ আফ্রিকার আকাশ

দক্ষিণ আফ্রিকার কেপ শহরের আকাশে ফুটে উঠল লাল বর্ণের চাঁদ।

দক্ষিণ আফ্রিকার কেপ শহরের আকাশে ফুটে উঠল লাল বর্ণের চাঁদ। ছবি: রয়টার্স।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩ key status

দুবাইয়ের রাতের আকাশের ছবি

দুবাইয়ের আকাশেও দেখা গেল ‘রক্তচাঁদ’।

দুবাইয়ের আকাশেও দেখা গেল ‘রক্তচাঁদ’। ছবি: রয়টার্স।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৬ key status

রাত ১টা ২০ মিনিটে কলকাতার আকাশ

কলকাতার আকাশে রাত ১টা ২০ মিনিট নাগাদ আবার দেখা মিলল সম্পূর্ণ চাঁদের। আর নেই লাল রং।।

কলকাতার আকাশে রাত ১টা ২০ মিনিট নাগাদ আবার দেখা মিলল সম্পূর্ণ চাঁদের। আর নেই লাল রং।। ছবি: শৌভিক দেবনাথ।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৯ key status

জার্মানিতেও দেখা গেল ‘রক্তচাঁদ’

ড্রেসড্রেনেও দেখা মিলল ‘লালচাঁদ’-এর।

ড্রেসড্রেনেও দেখা মিলল ‘লালচাঁদ’-এর। ছবি: রয়টার্স।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩১ key status

গ্রিসের আকাশে ‘রক্তচাঁদ’

এথেন্স-এর আকাশে ‘লালচাঁদ’।

এথেন্স-এর আকাশে ‘লালচাঁদ’। ছবি: রয়টার্স।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৪ key status

রাত ১টা ১০ মিনিটের ছবি

কলকাতা থেকে তোলা চন্দ্রগ্রহণের শেষ মুহূর্ত।

কলকাতা থেকে তোলা চন্দ্রগ্রহণের শেষ মুহূর্ত। ছবি: শৌভিক দেবনাথ।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১ key status

দেখা মিলল চাঁদের প্রায় দুই তৃতীয়াংশের, গ্রহণ কাটবে আর কিছু ক্ষণেই

ভারতে রাত ১টা। কলকাতায় চন্দ্রগ্রহণ শেষের ছবি।

ভারতে রাত ১টা। কলকাতায় চন্দ্রগ্রহণ শেষের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৫ key status

রাত ১২টা ৫০ মিনিটের ছবি

কলকাতা থেকে রাত ১২টা ৫০ মিনিটে তোলা ছবি।

কলকাতা থেকে রাত ১২টা ৫০ মিনিটে তোলা ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

রাত ১২টা ৫০ মিনিট। ছায়া সরে গিয়ে চাঁদের প্রায় অর্ধেকের বেশি দেখা যাচ্ছে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫১ key status

সরছে ‘রক্তচাদর’, রাত আড়াইটে নাগাদ শেষ হবে গ্রহণ

রাত ১২টা ৩৫ মিনিট! লাল চাদর সরিয়ে কলকাতার আকাশে আবার দেখা দিল চাঁদের আলো।

রাত ১২টা ৩৫ মিনিট! লাল চাদর সরিয়ে কলকাতার আকাশে আবার দেখা দিল চাঁদের আলো। ছবি: শৌভিক দেবনাথ।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৫ key status

সাইপ্রাস থেকে চন্দ্রগ্রহণের ছবি

সাইপ্রাস থেকে চাঁদের গ্রহণের ছবি।

সাইপ্রাস থেকে চাঁদের গ্রহণের ছবি। ছবি: রয়টার্স।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০ key status

রাত সাড়ে ১২টা

রাত সাড়ে ১২টা। কলকাতা থেকে পূর্ণগ্রাস-শেষের চাঁদের ছবি।

রাত সাড়ে ১২টা। কলকাতা থেকে পূর্ণগ্রাস-শেষের চাঁদের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

চাঁদের উপর থেকে ছায়া আরও সরছে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়েছে রাত ১২টা ২২ মিনিটে। তবে গ্রহণের গোটা প্রক্রিয়া চলবে রাত ২টো ২৫ মিনিট পর্যন্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৩ key status

‘পূর্ণগ্রাস’ শেষ? চাঁদের উপর থেকে ধীরে ধীরে সরছে ছায়া

কলকাতা থেকে রাত ১২টা ১৫ মিনিটে তোলা চাঁদের ছবি।

কলকাতা থেকে রাত ১২টা ১৫ মিনিটে তোলা চাঁদের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৬ key status

‘রক্তচাঁদ’ কী? গ্রহণের সময় কেন লাল দেখায় চাঁদ?

চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে, তখন তার ছায়া পড়ে চাঁদে। তখনই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে এই সময় চাঁদ কিন্তু পুরোপুরি কালো হয় না। বদলে লাল হয়ে ওঠে। কারণ, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রতিসৃত হয়, তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসৃত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চারদিকে ছড়িয়েছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল রঙের দেখায়। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৫ key status

কলকাতায় রাত ১২টা, রইল লাল ছায়ায় ঢাকা চাঁদের ছবি

কলকাতায় রাত ১২টা। আকাশে দেখা যাচ্ছে ‘রক্তচাঁদ’।

কলকাতায় রাত ১২টা। আকাশে দেখা যাচ্ছে ‘রক্তচাঁদ’। ছবি: শৌভিক দেবনাথ।

কলকাতায় রাত ১২টা। আকাশে দেখা যাচ্ছে ‘রক্তচাঁদ’। এত ক্ষণ লালচে ছায়ায় ঢেকে থাকা চাঁদের উপর থেকে ছায়া এ বার একটু একটু করে সরতে শুরু করেছে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১ key status

পশ্চিম এশিয়া থেকে চন্দ্রগ্রহণের ছবি

কাতারের দোহা থেকে তোলা গ্রহণের ছবি।

কাতারের দোহা থেকে তোলা গ্রহণের ছবি। ছবি: রয়টার্স।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৫ key status

ছায়ায় ঢেকেছে চাঁদ, চেন্নাইতেও দেখা যাচ্ছে পূর্ণগ্রাস গ্রহণ

চেন্নাই থেকে চাঁদের ছবি।

চেন্নাই থেকে চাঁদের ছবি। ছবি: পিটিআই।

timer শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯ key status

লখনউয়ের ছবি

লখনউ থেকে তোলা চাঁদের ছবি।

লখনউ থেকে তোলা চাঁদের ছবি। ছবি: পিটিআই।

timer শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২ key status

সম্পূর্ণ ঢেকে গিয়েছে চাঁদ, কতক্ষণ চলবে পূর্ণগ্রাস?

কলকাতায় রাত প্রায় সাড়ে ১১টা। ইতিমধ্যে সম্পূর্ণ চাঁদ ঢেকে গিয়েছে। চাঁদের রং একটু একটু করে লাল হতে শুরু করেছে। রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস গ্রহণ চলবে।

রাত ১১টা ৫ মিনিটে কলকাতা থেকে চাঁদের ছবি।

রাত ১১টা ৫ মিনিটে কলকাতা থেকে চাঁদের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy