জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়ে সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার মহিষাদলের সরবেড়িয়া গ্রামের ঘটনা। মৃতের নাম মিনতি সেনাপতি (৪৩)। শনিবার মিনতিদেবী নিজেদের পারিবারিক জমিতে ধান রোওয়ার জন্য আগাছা তুলতে গিয়েছিলেন। সেই সময় মিনতিদেবীকে সাপে ছোবল মারে। এরপর মিনতিদেবী বাড়ি ফিরে এসে প্রতিবেশীদের জানানোর পরে তাঁকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মিনতিদেবীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়। তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।