Advertisement
০১ মে ২০২৪
Women News

প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে ল্যাকমে ফ্যাশন উইকে অঞ্জলি

প্লাস সাইজ মডেল থেকে প্রেগন্যান্ট মহিলা। গত বছর ভারতীয় র‌্যাম্প মডেলিংয়ে ঘটে গিয়েছে বিপ্লব। সেই রেশ ধরেই এ বার ২০১৭ ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটতে চলেছেন প্রথম ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ১৪:৫৫
Share: Save:

প্লাস সাইজ মডেল থেকে প্রেগন্যান্ট মহিলা। গত বছর ভারতীয় র‌্যাম্প মডেলিংয়ে ঘটে গিয়েছে বিপ্লব। সেই রেশ ধরেই এ বার ২০১৭ ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটতে চলেছেন প্রথম ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা। মুম্বইয়ের ডিও গার্ডেনে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজিত হবে ল্যাকমে ফ্যাশন উইক সামার/রিসর্ট ২০১৭।

জন্ম নেপালের নুয়াকোটে। বাবা, মা ছেলের নাম রেখেছিলেন নবীন লামা। ২০১০ সালে উচ্চশিক্ষার জন্য কাঠমান্ডু যাওয়ার পর সেক্স চেঞ্জ করে নবীন হয়ে ওঠেন অঞ্জলি। তবে ব্যাপারটা মোটেও সহজ ছিল না। ছোট থেকে নিজের শরীর, পরিচিতির সঙ্গে তাঁর লড়াইয়ের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘‘অঞ্জলি-লিভিং ইনসাই়়ড সামওয়ান এলস’স স্কিন।’’

শুধু মডেলিং নয়, এলজিবিটি অধিকার নিয়েও যথেষ্ট সরব অঞ্জলি। বলেন, ‘‘সারা বিশ্বে ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে কথা বলাই বিতর্কিত। ভারতও এর বাইরে নয়। ট্রান্সজেন্ডারদের অধিকার ও তাঁদের সর্বসমক্ষে নিয়ে আসার প্রয়াস বহু দিন ধরেই শুরু হয়েছে। তবে ভারতীয়রা অন্যদের তুলনায় এই বিষয়ে অনেকটাই কম স্পর্শকাতর।’’

ল্যাকমে ফ্যাশন উইকের জন্য নির্বাচিত হওয়ার পর ট্রান্সজেন্ডার কমিউনিটিতে প্রশংসিত হয়েছেন অঞ্জলি। এখন এই সুযোগকে অন্যদের উদ্বুদ্ধ করতে কাজে লাগাতে চান তিনি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অঞ্জলি বলেন, ‘‘সারা বিশ্বে ভারতীয় ফ্যাশন দুনিয়ার প্রভাব খুবই পজিটিভ। নিজেকে প্রকাশ করার, সৃজনশীলতা প্রকাশের স্বাধীনতার জন্য এই প্ল্যাটফর্ম দৃষ্টান্ত হতে পারে। আমাদের চারপাশের পরিবেশ ও মানসিকতা বদলানোর জন্য ফ্যাশন খুবই শক্তিশালী হাতিয়ার।’’

আজ ল্যাকমে ফ্যাশনে উইকে নিজের স্বপ্নপূরণের সুযোগ এলেও এক সময় প্রত্যাখ্যান, ধিক্কারের পথ পেরোতে হয়েছে অঞ্জলিকে। তবে তিনি আশাবাদী যে এই অবস্থা বদলাচ্ছে। ‘‘এই পরিবর্তনের কৃতিত্ব শিক্ষার। নিজেদের জগত্ থেকে বেরিয়ে, দৃষ্টিভঙ্গি বদলে এখন অনেক কিছু নিয়ে মানুষ সোজাসুজি কথা বলছে যা আগে কল্পনাও করা যেত না। ফ্যাশন ও মিডিয়া এই পরিবর্তনের অন্যতম বাহক,’’ বললেন অঞ্জলি।

ল্যাকমে ফ্যাশন উইকের হাত ধরেই নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন অঞ্জলি। কাঠমান্ডু ছেড়ে পাকাপাকি ভাবে মুম্বইতে ঘাঁটি গাড়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ২ লক্ষ ইউজার ‘লাইভ’ দেখলেন এই মহিলার প্রসব!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anjali Lama Lakme Fashion Week Transgender
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE