Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Women News

থ্রি-ডি প্রিন্টেড ডিম্বাশয়ের সাহায্যে এ বার ক্যানসার আক্রান্তরাও মা হতে পারবেন

বেশ কয়েক বছর ধরেই থ্রি-ডি প্রিন্টেড অঙ্গের সাহায্যে প্রতিস্থাপন করে চিকিত্সা বিজ্ঞানে নতুন দিশা দেখিয়েছেন বিজ্ঞানীরা। এ বার আরও এক ধাপ এগিয়ে গিয়ে থ্রি-ডি প্রিন্টেড ডিম্বাশয় তৈরি করলেন তাঁরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১২:২৬
Share: Save:

বেশ কয়েক বছর ধরেই থ্রি-ডি প্রিন্টেড অঙ্গের সাহায্যে প্রতিস্থাপন করে চিকিত্সা বিজ্ঞানে নতুন দিশা দেখিয়েছেন বিজ্ঞানীরা। এ বার আরও এক ধাপ এগিয়ে গিয়ে থ্রি-ডি প্রিন্টেড ডিম্বাশয় তৈরি করলেন তাঁরা। এই ডিম্বাশয় যেমন ডিম্বাণু উত্পাদন করতে পারবে, তেমনই এর সাহায্যে সুস্থ সন্তানের জন্মও দিতে পারবেন মহিলারা। এই আবিষ্কারের ফলে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্তরা মা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন বলে জানাচ্ছেন গবেষকরা।

থ্রি ডায়মেনশনাল প্রিন্টেড স্ক্যাফোল্ডের সাহায্যে তৈরি করা হয়েছে এই বায়োপ্রস্থেটিক ওভারি। যা অপরিণত ডিম্বাণু সঞ্চিত রাখার পাশাপাশি হরমোন উত্পাদনও করতে পারবে। ফলে যেই মহিলারা শৈশবে বা কৈশোরে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে জনন ক্ষমতা হারিয়েছেন তারাও এই ডিম্বাশয়ের সাহায্যে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জনন বিজ্ঞানী টেরেসা কে উডরাফ বলেন, এই সব বায়োপ্রস্থেটিক ডিম্বাশয় দীর্ঘ দিন পর্যন্ত ডিম্বাণু উত্পাদন করতে পারে ও কর্মক্ষম থাকতে পারে। ওই বিশ্ববিদ্যালয়ের অন্য এক অধ্যাপক রামিল শাহ জানিয়েছেন, এই বায়োপ্রস্থেটিক ওভারিতে যে স্ক্যাফোল্ড তৈরি করতে জিলেটিন ব্যবহার করা হয়েছে। এই জিলেটিন একটি বায়োলজিক্যাল হাইড্রোজেল। যা শরীরের ভেঙে যাওয়া কোলাজেন দিয়ে তৈরি করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রেরই ইলিনয়ের অ্যান অ্যান্ড রবার্ট এইচ লুরি শিশু হাসপাতালের অধ্যাপিকা মনিকা লারোন্ডা জানান, শৈশবে ক্যানসারে আক্রান্ত হলে অনেক রোগীর ক্ষেত্রেই ডিম্বাশয়ের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে বয়ঃসন্ধির সময় তাদের হরমোন থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়। এই বায়োপ্রস্থেটিক ওভারির স্ক্যাফোল্ড ডিম্বাশয়ের সেই স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে দেয়। যার ফলে বয়ঃসন্ধি, যৌবন, মেনোপজ, প্রতিটা ধাপই এক জন মহিলার জীবনে স্বাভাবিক ভাবেই আসবে।

আরও পড়ুন: স্ট্রেসই অনিয়মিত পিরিয়ডের প্রধান কারণ, বলছেন বিশেষজ্ঞরা

নেচার কমিউনিকেশন জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pregnancy Ovary 3D printed ovary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE