Advertisement
০৫ মে ২০২৪

বাড়িতেই সিল্কি চুল পাওয়ার এক ডজন টোটকা

শীতে শুষ্ক আবহাওয়ায় চুল খুব তাড়াতা়ড়ি রুক্ষ হয়ে যায়। এ দিকে এই সময় বিয়ে, পার্টি লেগেই থাকে। ফ্রিজি, নির্জীব চুল নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না। খুব সহজ উপায়ে বাড়িতে পেতে পারেন সিল্কি চুল। জেনে নিন এক ডজন টোটকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৬ ১২:৪৩
Share: Save:

শীতে শুষ্ক আবহাওয়ায় চুল খুব তাড়াতা়ড়ি রুক্ষ হয়ে যায়। এ দিকে এই সময় বিয়ে, পার্টি লেগেই থাকে। ফ্রিজি, নির্জীব চুল নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না। খুব সহজ উপায়ে বাড়িতে পেতে পারেন সিল্কি চুল। জেনে নিন এক ডজন টোটকা।

১। রাতে মাথায় আমন্ড তেল মাসাজ করুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। এটা নিয়মিত করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। চুল সিল্কি হয়।

২। জবা ফুলের পাতা বেটে গোটা চুলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩। শিকাকাই পাউডার, আমলা পাউডার, দই ও হেনা পাউডার মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন দু’ঘণ্টা। এটা সপ্তাহে এক দিন করলে ভাল ফল পাবেন।

৪। দু’টো গোটা ডিম, চার টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অয়েল এক সঙ্গে মিশিয়ে নিন। গোটা চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫। সপ্তাহে এক দিন অ্যারোমা অয়েল চুলে মাসাজ করুন। এক চুল মসৃণ ও চকচকে হবে।

৬। জবা ফুলের পাঁপড়ি জলে ভিজিয়ে রাখুন। পাঁপড়ি বেটে পেস্ট তৈরি করে নিন। গোটা চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

৭। আমলা পাউডার, রিঠা পাউডার, শিকাকাই পাউডার, হেনা পাউডার, ভৃঙ্গরাজ পাউডার সম পরিমাণে নিয়ে জল মিশিয়ে নিন। হালকা গরম করুন। গোটা মাথায় লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৮। সর্ষের তেল, লেবু ও দই এক সঙ্গে মিশিয়ে নিন। গোটা চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৯। যে কোনও শ্যাম্পুর সঙ্গে অ্যালয় ভেরা জেল মিশিয়ে লাগালে চুল নরম ও শাইনি হবে।

১০। আপেলের শাঁস সেদ্ধ করে গোটা চুলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অথবা শ্যাম্পু করার আগে আপেলের রস দিয়ে চুল ধুয়ে ফেলুন।

১১। শ্যাম্পু করার পর বিয়ার দিয়ে চুল ধুয়ে নিন। মাসে এক বার শ্যাম্পুর পর বিয়ার কন্ডিশনার হিসেবে ব্যবহার করলে চুল সিল্কি হবে।

১২। অ্যাপল সিডার ভিনিগার ও জল ১:১ অনুপাতে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে এটা ব্যবহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

silky hair home
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE