Advertisement
০২ মে ২০২৪
Women News

রেড ভেলভেট কেক

ভ্যালেন্টাইন’স ডে-র প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই? প্রেমের দিন মানেই মিষ্টি একটা দিন। আর কেকের সঙ্গে তো প্রেমের একটা দারুণ সম্পর্ক। তেমনই প্রেম মানেই লাল রং। শিখে নিন রেড ভেলভেট কেক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৬
Share: Save:

ভ্যালেন্টাইন’স ডে-র প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই? প্রেমের দিন মানেই মিষ্টি একটা দিন। আর কেকের সঙ্গে তো প্রেমের একটা দারুণ সম্পর্ক। তেমনই প্রেম মানেই লাল রং। শিখে নিন রেড ভেলভেট কেক।

কী কী লাগবে

শর্টেনিং: ১/২ কাপ

চিনি: দেড় কাপ

ডিম: ২টো

কোকো: ২ টেবল চামচ

লাল ফুড কালার: ৪ টেবল চামচ

নুন: ১ চা চামচ

ভ্যানিলা এক্সট্রাক্ট: ১ চা চামচ

বাটারমিল্ক: ১ কাপ

ময়দা: আড়াই কাপ

বেকিং সোডা: দে়ড় চা চামচ

হোয়াইট ভিনিগার: ১ টেবল চামচ

আইসিং

ময়দা: ৫ টেবল চামচ

দুধ: ১ কাপ

সাদা ভিনিগার: ১ কাপ

গলানো মাখন: ১ কাপ

ভ্যানিলা এক্সট্রাক্ট: ১ চা চামচ

কী ভাবে বানাবেন

ওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। বেকিং প্যান গ্রিজ করে নিন।

শর্টেনিং, দেড় কাপ চিনি একসঙ্গে ফেটান যতক্ষণ না টাইট হচ্ছে ও ফুলে উঠছে। ডিম ফেটিয়ে দিয়ে দিন এর মধ্যে। কোকো, রেড ফুড কালার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে নুন, ১ চা চামচ ভ্যানিলা, বাটারমিল্ক মিশিয়ে নিন। এ বার এর ব্যাটারের সঙ্গে ধীরে ধীরে ময়দা মেশান। শেষে সোডা ও ভিনিগার মিশিয়ে নিন। এরপর আর ফেটাবেন না।

গ্রিজ করা প্যানে এই মিশ্রণ ঢেলে দিন। ৩০ মিনিট বেক করুন। যতক্ষণ না ভিতর থেকে ভাল মতো বেক হচ্ছে পুরোটা।

আইসিং: ৫ টেবল চামচ ময়দা ও দুধ একদম কম আঁচে ফুটিয়ে ঘন করে নিন। ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন। অন্য একটা বাটিতে ১ কাপ চিনি, মাখন, ভ্যানিলা ফেটিয়ে নিন। ঠান্ডা হওয়া দুধ ও ময়দার মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিন। কেকের উপর এই মিশ্রণ দিয়ে ফ্রস্টিং করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Recipes Dessert Recipe Baked Recipes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE