Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coconut Oil

জেনে নিন কেন নারকেল তেলই আপনার ত্বকের সেরা বন্ধু

পুজো আসছে। ফেশিয়াল, স্কিন টোনিং, পলিশিং করার ঝোঁক শুরু হয়ে গিয়েছে। এই সময় তাড়াহুড়ো না করে যদি সারা বছর মুখে মাখতে পারেন নারকেল তেল, তা হলেই ত্বকে আসবে ন্যাচারাল গ্লো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩৬
Share: Save:
০১ ০৯
পুজো আসছে। ফেশিয়াল, স্কিন টোনিং, পলিশিং করার ঝোঁক শুরু হয়ে গিয়েছে। এই সময় তাড়াহুড়ো না করে যদি সারা বছর মুখে মাখতে পারেন নারকেল তেল, তা হলেই ত্বকে আসবে ন্যাচারাল গ্লো। জেনে নিন কেন রূপচর্চায় অবশ্যই রাখবেন নারকেল তেল।

পুজো আসছে। ফেশিয়াল, স্কিন টোনিং, পলিশিং করার ঝোঁক শুরু হয়ে গিয়েছে। এই সময় তাড়াহুড়ো না করে যদি সারা বছর মুখে মাখতে পারেন নারকেল তেল, তা হলেই ত্বকে আসবে ন্যাচারাল গ্লো। জেনে নিন কেন রূপচর্চায় অবশ্যই রাখবেন নারকেল তেল।

০২ ০৯
নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করুন। বাজারচলতি কসমেটিক মেকআপ রিমুভার ত্বক শুষ্ক করে দেয়। নারকেল তেল মেকআপ তোলার সঙ্গেই ত্বক ভাল রাখবে।

নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করুন। বাজারচলতি কসমেটিক মেকআপ রিমুভার ত্বক শুষ্ক করে দেয়। নারকেল তেল মেকআপ তোলার সঙ্গেই ত্বক ভাল রাখবে।

০৩ ০৯
শুধু মুখ নয়, মাথা ও গোটা শরীর মাসাজ করার জন্য দারুণ উপকারী নারকেল তেল। ত্বক যেমন উজ্জ্বল হয়, তেমনই রিল্যাক্স করতেও সাহায্য করে নারকেল তেল।

শুধু মুখ নয়, মাথা ও গোটা শরীর মাসাজ করার জন্য দারুণ উপকারী নারকেল তেল। ত্বক যেমন উজ্জ্বল হয়, তেমনই রিল্যাক্স করতেও সাহায্য করে নারকেল তেল।

০৪ ০৯
বাজারচলতি ময়শ্চারাইজার হয় পেট্রোলিয়াম জেলি বেসড, নয়তো ওয়াটার বেসড। নারকেল তেল ন্যাচারাল ময়শ্চারাইজার। ত্বক ময়শ্চারাইজড রাখতে নারকেল তেল ব্যবহার করুন।

বাজারচলতি ময়শ্চারাইজার হয় পেট্রোলিয়াম জেলি বেসড, নয়তো ওয়াটার বেসড। নারকেল তেল ন্যাচারাল ময়শ্চারাইজার। ত্বক ময়শ্চারাইজড রাখতে নারকেল তেল ব্যবহার করুন।

০৫ ০৯
বলিরেখা ও চোখের তলার কালি দূর করতে রোজ শোওয়ার আগে চোখের কোলে নারকেল তেল মাসাজ করুন।

বলিরেখা ও চোখের তলার কালি দূর করতে রোজ শোওয়ার আগে চোখের কোলে নারকেল তেল মাসাজ করুন।

০৬ ০৯
মধু ও নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে নিন। অ্যাকনের সমস্যা মেটাতে এই ফেস প্যাক অনবদ্য।

মধু ও নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে নিন। অ্যাকনের সমস্যা মেটাতে এই ফেস প্যাক অনবদ্য।

০৭ ০৯
নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে এই মিশ্রণ ত্বক এক্সফোলিয়েট করতে ব্যবহার করতে পারেন। মড়া চামড়া উঠে ত্বক মসৃণ দেখাবে।

নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে এই মিশ্রণ ত্বক এক্সফোলিয়েট করতে ব্যবহার করতে পারেন। মড়া চামড়া উঠে ত্বক মসৃণ দেখাবে।

০৮ ০৯
বাবল বাথ বা সল্ট বাথের বদলে হালকা গরম জলের মধ্যে নারকেল তেল দিয়ে স্নান করুন। গরমে নারকেল তেল গলে গিয়ে ত্বকে আর্দ্রতা আনবে।

বাবল বাথ বা সল্ট বাথের বদলে হালকা গরম জলের মধ্যে নারকেল তেল দিয়ে স্নান করুন। গরমে নারকেল তেল গলে গিয়ে ত্বকে আর্দ্রতা আনবে।

০৯ ০৯
ছোটখাট কাটা-ছেঁড়ায় ওষুধ হিসেবে লাগাতে পারেন নারকেল তেল। এতে জ্বালা যেমন কমে, তেমনই নারকেল তেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ক্ষত জলদি সারাতেও সাহায্য করে।

ছোটখাট কাটা-ছেঁড়ায় ওষুধ হিসেবে লাগাতে পারেন নারকেল তেল। এতে জ্বালা যেমন কমে, তেমনই নারকেল তেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ক্ষত জলদি সারাতেও সাহায্য করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE