দিল্লির লেডি শ্রীরাম কলেজের স্নাতক, পুণের নামী ইনস্টিটিউট থেকে ম্যানেজমেন্ট পাশ করা কৃতী ছাত্রী। তিন-তিনটে বহুজাতিক সংস্থার লোভনীয় চাকরির সুযোগ-সুবিধা।
কিন্তু হঠাৎই সব ছেড়ে চলে গেলেন রাজস্থানের জয়পুর থেকে ৬০ কিলোমিটার দূরে সো়ডা গ্রামে। নিজের শিকড়ের মানুষদের ভালবাসা আর অনুরোধ ফেলতে পারেননি বছর তিরিশের তরুণী ছবি রাজওয়াত। সাধারণ মানুষের অনুরোধেই প্রার্থী হন পঞ্চায়েত ভোটের গ্রামের প্রধান পদের জন্য। জিতেও যান, তবে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কিংবা সমর্থনে নয়। নির্দল প্রার্থী হিসেবে। গ্রামের সাধারণ মানুষের ভালবাসা তাঁকে জিতিয়ে আনে। সালটা ২০১১।
আরও পড়ুন: অটোর চাপে কি পুলিশও জুজু, প্রশ্ন ভুক্তভোগীর
কী করে সম্ভব হল এত কিছু?
বৃহস্পতিবার কলকাতায় ফিকি-র মহিলা শাখার অনুষ্ঠানে এসে ছবি শোনালেন তাঁর মডেল গ্রামের কাহিনি। জানালেন, অনেক ক্ষেত্রে সরকারি প্রকল্পের টাকায় সব কাজ সম্ভব হয় না। আবার টাকাও সময়ে পৌঁছয় না। আর সে জায়গাতেই তিনি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে একের পর এক উন্নয়নে তাদের টাকা ঢেলেছেন এবং সেই পাই-পয়সার হিসেব তুলে দিয়েছেন। ছবির নিজের কথায়, ‘‘রাজনৈতিক দল নয়, কেউ যদি মানুষের জন্য কাজ করতে চান, দরকার পরিকল্পনা আর প্রয়োগ। আর সততা।’’ এই মন্ত্রেই তিনি ছ’বছর ধরে সোডার প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: বিয়ে থমকানোয় বুকের পাথর সরল কিশোরীর