Advertisement
২৭ এপ্রিল ২০২৪
The World's Oldest Surgeon

দিনে চারটে অস্ত্রোপচার করেন ৮৯ বছরের এই মহিলা শল্য চিকিৎসক

ত্বকে হাজারো বলিরেখা। বহু বসন্ত দেখার সাক্ষ্য চোখের পাশে কুঁচকে যাওয়া চামড়ায়। বয়স তো কম হল না! নয় নয় করে ৮৯ বছর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৩
Share: Save:
০১ ১০
ওই শল্য চিকিৎসকের নাম আলা লিনিচানা লিভুসিনা। কাজ করেন রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রায়জান সিটি হাসপাতালে।

ওই শল্য চিকিৎসকের নাম আলা লিনিচানা লিভুসিনা। কাজ করেন রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রায়জান সিটি হাসপাতালে।

০২ ১০
২২ বছর বয়স থেকে শল্য চিকিৎসা শুরু করেন তিনি। এখনও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। অবসর নেওয়ার যেন কোনও পরিকল্পনা নেই।

২২ বছর বয়স থেকে শল্য চিকিৎসা শুরু করেন তিনি। এখনও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। অবসর নেওয়ার যেন কোনও পরিকল্পনা নেই।

০৩ ১০
এই পেশাকে তিনি তাঁর লাইফস্টাইল হিসেবেই মনে করেন। রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ডাক্তারিটা শুধু একটি পেশা নয়, এটি লাইফস্টাইল।’’

এই পেশাকে তিনি তাঁর লাইফস্টাইল হিসেবেই মনে করেন। রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ডাক্তারিটা শুধু একটি পেশা নয়, এটি লাইফস্টাইল।’’

০৪ ১০
এখনও পর্যন্ত তিনি প্রায় দশ হাজারেরও বেশি অস্ত্রোপচার করেছেন।

এখনও পর্যন্ত তিনি প্রায় দশ হাজারেরও বেশি অস্ত্রোপচার করেছেন।

০৫ ১০
চিকিৎসক জীবনে তিনি অনেক হাসপাতালে কাজ করেছেন। কাজের প্রয়োজনে বেশির ভাগ সময় তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়। তার পরেও কোনও ক্লান্তি নেই।

চিকিৎসক জীবনে তিনি অনেক হাসপাতালে কাজ করেছেন। কাজের প্রয়োজনে বেশির ভাগ সময় তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়। তার পরেও কোনও ক্লান্তি নেই।

০৬ ১০
এমনকী, তিনি এই বয়সে সব ধরনেরই খাবার খান।

এমনকী, তিনি এই বয়সে সব ধরনেরই খাবার খান।

০৭ ১০
বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা করেননি কখনও। কাজকেই সব সময় মন-প্রাণ দিয়ে ভালবেসে এসেছেন।

বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা করেননি কখনও। কাজকেই সব সময় মন-প্রাণ দিয়ে ভালবেসে এসেছেন।

০৮ ১০
এখন তিনি থাকেন তাঁর ভাইপোর সঙ্গে। বাড়িতে তাঁর সঙ্গী আটটি বিড়াল।

এখন তিনি থাকেন তাঁর ভাইপোর সঙ্গে। বাড়িতে তাঁর সঙ্গী আটটি বিড়াল।

০৯ ১০
অবসর নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমি যদি কাজ করা বন্ধ করি, রোগীদের সেবা করবে কে?’’

অবসর নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমি যদি কাজ করা বন্ধ করি, রোগীদের সেবা করবে কে?’’

১০ ১০
অনেকেই বয়স্ক চিকিৎসককে দিয়ে অস্ত্রোপচার করাতে ভয় পান। কিন্তু তাঁর উপর আস্থা সকলের। তিনি যে জটিল অস্ত্রোপচার করেন অবলীলায়!

অনেকেই বয়স্ক চিকিৎসককে দিয়ে অস্ত্রোপচার করাতে ভয় পান। কিন্তু তাঁর উপর আস্থা সকলের। তিনি যে জটিল অস্ত্রোপচার করেন অবলীলায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE