Advertisement
E-Paper

নারী দিবসে নেল পলিশ পরে বিশ্বরেকর্ডের ইচ্ছা সোনাক্ষীর!

সম কাজে দিতে হবে সমান বেতন। ১৯০৮ সালের ২৮ ফেব্রুয়ারি এই দাবিতে আমেরিকার বস্ত্র কারখানার মহিলা শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। আন্দোলন ব্যাপক আকার নেয়। সে কারণেই এই দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ১৭:০৪

সম কাজে দিতে হবে সমান বেতন। ১৯০৮ সালের ২৮ ফেব্রুয়ারি এই দাবিতে আমেরিকার বস্ত্র কারখানার মহিলা শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। আন্দোলন ব্যাপক আকার নেয়। বাধ্য হয়ে মেনে নেয় কর্তৃপক্ষ। সেই ঘটনাকে মনে রেখে ১৯১৩-র ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার রাশিয়ায় প্রথম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হয়। ১৯১৪-র ৮ মার্চ পালিত হয় ওই দিনটি। সম্ভবত রবিবার হওয়ার কারণে সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। ওই বছরই জার্মানিতে প্রথম স্বীকৃতি পায় মেয়েদের ভোটাধিকার।

এতো গেল ইতিহাসের কথা। বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস থেকে প্রায় বিস্মৃত শ্রমজীবী শব্দটি। এখন মোবাইলে, ফেসবুকে ‘হ্যাপি ওমেনস ডে’ মেসেজ, গয়নার বিজ্ঞাপন, সুন্দরী হওয়ার প্রতিযোগিতা আর আর্চিস গ্যালারিতেই আষ্টেপৃষ্টে বাধা পড়ছে ৮ মার্চ। আপাতত সেই সুরেই গলা মেলালেন বলিউড সুন্দরী সোনাক্ষী সিন্‌হাও।

একটি প্রসাধনী সংস্থার হয়ে ৮ মার্চ এক সঙ্গে অনেকে নেল পলিশ পরে বিশ্ব রেকর্ড করার ইভেন্টে যোগ দিতে আপাতত সুপার এক্সাইটেড সোনাক্ষী। আপাতত, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম প্রবেশের আনন্দে দিন গুনছেন তিনি।

আরও পড়ুন-বিজ্ঞাপনেই নারী স্বাধীনতার পক্ষে সাহসী সওয়াল কলকির, দেখুন ভিডিও

sonakshi sinha women's day guiness book of world record
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy