সময়ের আগে ঋতুস্রাব শুরু হলে মা হওয়ার সময় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে ডায়বেটিসের সম্ভাবনা। এমনটাই দাবি করছে সাম্প্রতিক এক গবেষণা। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ওই গবেষণায় জানা গিয়েছে, ১১ বছর বা তার আগে যাদের ঋতুচক্র শুরু হয় সেই সব নারীদের অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়বেটিসের ঝুঁকি বাড়ে।
গবেষক দলের অন্যতম সদস্য গীতা মিশ্রের দাবি, “ঋতুচক্র শুরুর সঠিক সময় ১৩ বছর। কিন্তু, অনেক সময় তার আগেই ঋতুচক্র শুরু হয়ে যায়। আর এটাই চিন্তার বিষয়।’’ কারণ গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় ডায়বেটিসের প্রবণতা উত্তরোত্তর বাড়ছে। যা মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের ক্ষেত্রেই যথেষ্ট উদ্বেগজনক। দেখা গিয়েছে, গর্ভবতী মায়ের বডি মাস ইনডেক্স (বিএমআই) সঠিক থাকলেও শুধুমাত্র সময়ের আগে ঋতুস্রাব শুরু হওয়ার কারণেই ডায়বেটিসে আক্রান্ত হচ্ছেন মা।