আপনি মা হতে চলেছেন? পার্টি সিজন চলছে। এর পর শুরু হয়ে যাবে বিয়ের সিজন। এ দিকে নাচতে যে আপনি দারুণ ভালবাসেন। পার্টিতে অবশ্যই নাচবেন।তবে একটু সাবধান থেকে মাথায় রাখুন এগুলো।
১। নাচার সময় এমন ডান্স ফর্ম বেছে নিন যাতে বেশি পরিশ্রম না হয়। এই সময় হাড়ের জয়েন্টে চোট লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। শরীরে এমন কিছু হরমোন ক্ষরণ হয় যা লিগামেন্ট শিথিল করে। যার ফলে জরায়ু প্রসারিত হয়ে শরীরকে ডেলিভারির জন্য তৈরি করে। তবে এই কারণে হাড়ে সহজে চোট লাগতে পারে।
২। গর্ভাবস্থায় শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি বদলে যায়। তাই ব্যালান্স হারিয়ে সহজে পড়ে যেতে পারেন। তাই লাফালাফি করা, ঝাঁকুনি এড়িয়ে চলুন।