Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ravichandran Ashwin

ফিরতে মরিয়া অশ্বিন

এ দিকে বাড়িতেও আর বসে থাকতে ইচ্ছে করছে না অশ্বিনের।

অশ্বিন

অশ্বিন

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৫:০৬
Share: Save:

করোনার আতঙ্কে প্রায় দু’মাস গৃহবন্দি অশ্বিন। সব কিছু ঠিকঠাক চললে এত দিনে আইপিএলও শেষ হয়ে যেত। শুরু হয়ে যেত প্রাক-মরসুম প্রস্তুতি। কিন্তু এই অতিমারি সবার জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বেরোয়নি কোনও প্রতিষেধক। বেড়েই চলেছে সংক্রমণ।

এ দিকে বাড়িতেও আর বসে থাকতে ইচ্ছে করছে না অশ্বিনের। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এক বিশেষ ব্যক্তিত্বকে তিনি বললেন, ‘‘খুব অস্বস্তি হচ্ছে। বাড়িতে আর বসে থাকা যাচ্ছে না। কোনও ভাবে ক্রিকেট শুরু হোক। আমি খেলতে চাই।’’

অশ্বিন ভেবেছিলেন, এ ভাবে বেশি দিন থাকতে হবে না। কয়েক দিন গৃহবন্দি থাকার পরেই স্বাভাবিক হয়ে যাবে সব। কিন্তু তিনি ভুল প্রমাণিত হন। বলছিলেন, ‘‘শুরুতে ভেবেছিলাম, বাড়িতে বসে থাকতে ভালই লাগবে। কিন্তু যত দিন যাচ্ছে, অস্বস্তি বাড়ছে। আর বাড়িতে থাকতে ভাল লাগছে না। আমি বেরোতে চাই। ক্রিকেট খেলতে চাই আবার।’’

চেন্নাইয়ে করোনার আশঙ্কায় এখনও কোনও ধরনের খেলাধুলো শুরু হয়নি। কবে তা শুরু হবে তাও বলতে পারলেন না অশ্বিন। কিন্তু তিনি চান, সব ঠিক হলেই যেন শুরু হয় খেলাধুলো।

আরও পড়ুন: খুব খারাপ পরিস্থিতিতে নিজের সেরাটা দিত, শ্রীনাথের ভূয়সী প্রশংসায় জাতীয় দলের প্রাক্তনী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin Cricket Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE