Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘নিয়ম কি একেক জনের জন্য একেক রকম?’ অজি সফরে ভারতীয় দল নিয়ে ক্ষোভ উগরে দিলেন হরভজন

রঞ্জি ট্রফি হোক বা আইপিএল, সব মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। চলতি আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের বড় ভরসা তাঁর চওড়া ব্যাট। এহেন সূর্ষকূমার যাদব এ বারেও জাতীয় দলে ব্রাত্যই থেকে গেলেন। দলে সূর্য জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ।

এ বারেও জাতীয় দলে ডাক পেলেন না সূর্ষ।

এ বারেও জাতীয় দলে ডাক পেলেন না সূর্ষ।

নিজস্ব প্রতিবদেন
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১২:২৫
Share: Save:

রঞ্জি ট্রফি হোক বা আইপিএল, সব মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। চলতি আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের বড় ভরসা তাঁর চওড়া ব্যাট। এহেন সূর্ষকূমার যাদব এ বারেও জাতীয় দলে ব্রাত্যই থেকে গেলেন। দলে সূর্য জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ।

মুম্বই ইন্ডিয়ান্সের হয় প্রায় প্রতি ম্যাচেই কথা বলেছে সূর্ষর ব্যাট। দু’টি হাফসেঞ্চুরির পাশাপাশি দুর্দান্ত সব ইনিংস খেলেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৯। গড় ৩১.৪৪। ঘরোয়া ক্রিকেটেও তাঁর ফর্ম ছিল বেশ ভাল। গতকাল আসন্ন অজি সফরের জন্য তিন ফর্ম্যাটের দল বেছে নিয়েছে বিসিসিআই। তিন দলের একটিতেও জায়গা হয়নি সূর্যর।

সূর্ষর সুযোগ না পাওয়া নিয়ে বিরক্ত হরভজন টুইটারে জানান, ‘ভারতীয় দলে ঢুকতে সূর্ষর পক্ষে আর কী করা সম্ভব ছিল আমি জানি না। সব ধরনের ক্রিকেটেই ও ফর্ম দেখিয়েছে। একেক জনের ক্ষেত্রে নিয়মটা যেন একেক রকম। আমি বিসিসিআইকে অনুরোধ করছি সূর্ষর রেকর্ড ভাল করে দেখার’।

সূর্যের পাশাপাশি অজি সফরে অক্ষর পটেলের না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার টুইটারে বলেন, ‘তোমাদের দুর্ভাগ্য যে জাতীয় দলে জায়গা হল না। কয়েক বছর বাদে হয়ত কিছু লোক বলবে যে তোমরা ভুল সময়ে জন্মগ্রহণ করেছ। ফলে জাতীয় দলে জায়গা হল না। তবে আমি বলছি, যে কোনও সময় অনায়াসেই এই দলে তোমাদের ঢোকা উচিত’।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে দল থেকে বাদ পন্থ, কামব্যাক জাডেজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE