Advertisement
২৪ এপ্রিল ২০২৪
India

অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে দল থেকে বাদ পন্থ, কামব্যাক জাডেজার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৬:২৯
Share: Save:
০১ ১৬
আইপিএল শেষ হলেই ভারতীয় দল উড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলেন নির্বাচকরা। কেমন হল ভারতের ওয়েনডে দল? দেখে নিন তা।

আইপিএল শেষ হলেই ভারতীয় দল উড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলেন নির্বাচকরা। কেমন হল ভারতের ওয়েনডে দল? দেখে নিন তা।

০২ ১৬
বিরাট কোহালি  - বিরাট কোহালির দিকে নজর থাকবে সবার। অস্ট্রেলিয়ার মাঠে অজি বোলারদের পরীক্ষা নেবেন ভারত অধিনায়ক। আইপিএল খেলে প্রস্তুতি সেরে ফেলেছেন তিনি। স্যর ডনের দেশে তাঁর ব্যাট থেকে রান দেখতে চাইবেন সবাই।

বিরাট কোহালি - বিরাট কোহালির দিকে নজর থাকবে সবার। অস্ট্রেলিয়ার মাঠে অজি বোলারদের পরীক্ষা নেবেন ভারত অধিনায়ক। আইপিএল খেলে প্রস্তুতি সেরে ফেলেছেন তিনি। স্যর ডনের দেশে তাঁর ব্যাট থেকে রান দেখতে চাইবেন সবাই।

০৩ ১৬
শিখর ধওয়ন- যতটা প্রতিভা, সেই আন্দাজে দাম পান না শি্খর ধওয়ন। আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেলে ধওয়ন ধরা দেবেন অন্য মেজাজে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সেঞ্চুরি করেছিলেন তিনি।

শিখর ধওয়ন- যতটা প্রতিভা, সেই আন্দাজে দাম পান না শি্খর ধওয়ন। আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেলে ধওয়ন ধরা দেবেন অন্য মেজাজে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সেঞ্চুরি করেছিলেন তিনি।

০৪ ১৬
শুভমন গিল: নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ভাল খেলছেন। ভবিষ্যতের অন্যতম সেরা বাজি ধরা হচ্ছে তরুণ শুভমন গিলকে। টেস্ট দলের মতো তাই ওয়ান ডে ফর্ম্যাটেও জায়গা করে নিলেন তিনি।

শুভমন গিল: নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ভাল খেলছেন। ভবিষ্যতের অন্যতম সেরা বাজি ধরা হচ্ছে তরুণ শুভমন গিলকে। টেস্ট দলের মতো তাই ওয়ান ডে ফর্ম্যাটেও জায়গা করে নিলেন তিনি।

০৫ ১৬
ময়াঙ্ক আগরওয়াল: রোহিত না থাকায় ওপেনার হিসাবে দলে জায়গা করে নিলেন এই ডানহাতি তরুণ।

ময়াঙ্ক আগরওয়াল: রোহিত না থাকায় ওপেনার হিসাবে দলে জায়গা করে নিলেন এই ডানহাতি তরুণ।

০৬ ১৬
লোকেশ রাহুল-দারুণ উন্নতি করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করছেন।  আইপিএলে রাহুল ছুটছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতেও লোকেশ রাহুলের ব্যাট ঝলসে উঠবে। এই আশাই করছেন ক্রিকেটভক্তরা।

লোকেশ রাহুল-দারুণ উন্নতি করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করছেন। আইপিএলে রাহুল ছুটছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতেও লোকেশ রাহুলের ব্যাট ঝলসে উঠবে। এই আশাই করছেন ক্রিকেটভক্তরা।

০৭ ১৬
মণীশ পাণ্ডে-ওয়ানডে বিশেষজ্ঞ মণীশ পাণ্ডে। প্রয়োজনের সময়ে মারমুখী ব্যাটিং করতে পারেন। তাঁর ফিল্ডিংও দারুণ। এই কারণেই নির্বাচকরা তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে রেখেছেন।

মণীশ পাণ্ডে-ওয়ানডে বিশেষজ্ঞ মণীশ পাণ্ডে। প্রয়োজনের সময়ে মারমুখী ব্যাটিং করতে পারেন। তাঁর ফিল্ডিংও দারুণ। এই কারণেই নির্বাচকরা তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে রেখেছেন।

০৮ ১৬
শ্রেয়াস আইয়ার - চার নম্বর পজিশনের জন্য উপযুক্ত ব্যাটসম্যান। আইপিএলে দারুণ দল পরিচালনা করছেন। সেই সঙ্গে ব্যাটিংও করছেন বেশ ভাল। অস্ট্রেলিয়ার পিচে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে রান চাইছেন সবাই।

শ্রেয়াস আইয়ার - চার নম্বর পজিশনের জন্য উপযুক্ত ব্যাটসম্যান। আইপিএলে দারুণ দল পরিচালনা করছেন। সেই সঙ্গে ব্যাটিংও করছেন বেশ ভাল। অস্ট্রেলিয়ার পিচে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে রান চাইছেন সবাই।

০৯ ১৬
হার্দিক পাণ্ড্য- অস্ত্রোপচারের পরে ফিরে এসেছেন মাঠে। আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজনের সময়ে জ্বলে উঠছেন। বড় শট খেলতে দক্ষ তিনি। অস্ট্রেলিয়ায় পাণ্ড্য কী করেন, সেটাই দেখার।

হার্দিক পাণ্ড্য- অস্ত্রোপচারের পরে ফিরে এসেছেন মাঠে। আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজনের সময়ে জ্বলে উঠছেন। বড় শট খেলতে দক্ষ তিনি। অস্ট্রেলিয়ায় পাণ্ড্য কী করেন, সেটাই দেখার।

১০ ১৬
রবীন্দ্র জাডেজা: বল হাতে তো বটেই, লোয়ার মিডলে ব্যাট হাতেও কার্যকরী রবীন্দ্র জাডেজা। ওয়ান ডে দলে কামব্যাক করলেন তিনি।

রবীন্দ্র জাডেজা: বল হাতে তো বটেই, লোয়ার মিডলে ব্যাট হাতেও কার্যকরী রবীন্দ্র জাডেজা। ওয়ান ডে দলে কামব্যাক করলেন তিনি।

১১ ১৬
যুজবেন্দ্র চহাল- বিরাট কোহালির হাতের অন্যতম সেরা অস্ত্র।  তঁর গুগলির উত্তর নেই অনেক ব্যাটসমযানের কাছে। অস্ট্রেলিয়ায় চহালের দিকে তাকিয়ে ভারতের বোলিং আক্রমণ।

যুজবেন্দ্র চহাল- বিরাট কোহালির হাতের অন্যতম সেরা অস্ত্র। তঁর গুগলির উত্তর নেই অনেক ব্যাটসমযানের কাছে। অস্ট্রেলিয়ায় চহালের দিকে তাকিয়ে ভারতের বোলিং আক্রমণ।

১২ ১৬
কুলদীপ যাদব- তাঁর স্পিন খেলতে সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা। আইপিএলে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে ধরা দেননি। অস্ট্রেলিয়ায় তাঁর দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

কুলদীপ যাদব- তাঁর স্পিন খেলতে সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা। আইপিএলে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে ধরা দেননি। অস্ট্রেলিয়ায় তাঁর দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

১৩ ১৬
নবদীপ সাইনি -বলে গতি রয়েছে। সেই গতির আগুনে বিপক্ষের উইকেট তুলতে চান নবদীপ। এ বারের টুর্নামেন্ট এখনও পর্যন্ত অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাঁচটি উইকেট নিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাণবন্ত পিচে নবদীপের গতিশীল বোলিং কাজে আসবে।

নবদীপ সাইনি -বলে গতি রয়েছে। সেই গতির আগুনে বিপক্ষের উইকেট তুলতে চান নবদীপ। এ বারের টুর্নামেন্ট এখনও পর্যন্ত অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাঁচটি উইকেট নিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাণবন্ত পিচে নবদীপের গতিশীল বোলিং কাজে আসবে।

১৪ ১৬
মহম্মদ শামি: দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলার এই পেসার। আইপিএলেও তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত। ওয়ান ডে দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও।

মহম্মদ শামি: দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলার এই পেসার। আইপিএলেও তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত। ওয়ান ডে দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও।

১৫ ১৬
যশপ্রীত বুমরা: টেস্ট হোক বা ওয়ান ডে, যে কোনও ফর্ম্যাটেই অপরিহার্য তিনি। খুব স্বাভাবিক ভাবেই যশপ্রীত বুমরাকে রাখা হয়েছে ওয়ান দলে।

যশপ্রীত বুমরা: টেস্ট হোক বা ওয়ান ডে, যে কোনও ফর্ম্যাটেই অপরিহার্য তিনি। খুব স্বাভাবিক ভাবেই যশপ্রীত বুমরাকে রাখা হয়েছে ওয়ান দলে।

১৬ ১৬
শার্দুল ঠাকুর- সীমিত ওভারের ক্রিকেটের জন্য বোলিংয়ে বৈচিত্র এনেছেন শার্দুল ঠাকুর। চোট সারিয়ে ফেরার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছিলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও টি টোয়েন্টিতে শার্দুলের পারফরম্যান্স ভালই ছিল। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত শার্দুল ঠাকুর ৯ টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাণবন্ত পিচে শার্দুল ঠাকুর ভয়ঙ্কর হয়ে উঠতেই পারেন।

শার্দুল ঠাকুর- সীমিত ওভারের ক্রিকেটের জন্য বোলিংয়ে বৈচিত্র এনেছেন শার্দুল ঠাকুর। চোট সারিয়ে ফেরার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছিলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও টি টোয়েন্টিতে শার্দুলের পারফরম্যান্স ভালই ছিল। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত শার্দুল ঠাকুর ৯ টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাণবন্ত পিচে শার্দুল ঠাকুর ভয়ঙ্কর হয়ে উঠতেই পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE