Advertisement
০৮ মে ২০২৪

হোল্ডারের নির্বাসন ঘিরে তর্ক

মন্থর ওভার রেটের জন্য তাঁকে সাসপেন্ড করেছে আইসিসি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে।

—ছবি এএফপি।

—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৫
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্নের টেস্ট সিরিজ জিতিয়েছেন তিনি। তার পরেও আইসিসির শাস্তির কোপে পড়ে তৃতীয় টেস্টে খেলা হবে না ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের।

মন্থর ওভার রেটের জন্য তাঁকে সাসপেন্ড করেছে আইসিসি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে। প্রশ্ন উঠছে, যে টেস্ট তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে সেখানে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ না করার জন্য শাস্তি পেতে হবে?

হোল্ডারের পাশে দাঁড়িয়ে আইসিসিকে একহাত নিয়েছেন শেন ওয়ার্ন, মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেটারেরা। ওয়ার্ন যেমন টুইট করেছেন, ‘‘কী হাস্যকর সিদ্ধান্ত। আমি নিশ্চিত, কম ওভার খেলা হওয়ার জন্য দর্শকরা একটুও হতাশ হয়নি। আশা করব, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে।’’ মাইকেল ভনও বিরক্তি চেপে রাখতে পারেননি। তাঁর টুইট, ‘‘আমি যদি মাঠে টাকা খরচ করে খেলা দেখতে যাই, তা হলে সেরা খেলোয়াড়দেরই দেখতে চাইব। কখনওই চাইব না, একটি দলের অধিনায়ক ড্রেসিংরুমে বসে আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jason Holder Cricket Cricketer West Indies ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE