Advertisement
২৫ এপ্রিল ২০২৪

উপভোগ করার বার্তা লায়নের

ঘরের মাঠেই তারা ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতের বিরুদ্ধে। এ বারে ভারতের মাটিতেই বিরাট কোহালির দলের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে লড়তে হবে অস্ট্রেলিয়াকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১
Share: Save:

ঘরের মাঠেই তারা ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতের বিরুদ্ধে। এ বারে ভারতের মাটিতেই বিরাট কোহালির দলের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে লড়তে হবে অস্ট্রেলিয়াকে। যে লড়াইয়ে সফল হতে গেলে তাঁদের খেলাটা উপভোগ করতে হবে বলে মনে করেন নেথান লায়ন।

অস্ট্রেলিয়ার এই অফস্পিনার শনিবার বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে খুব ভাল একটা দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি আমরা। এটা একটা দারুণ চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটাকে কাজে লাগাতে হবে আমাদের তরুণ দলকে।’’ ভারত সফরে কী ভাবে সফল হতে পারে অস্ট্রেলিয়ার এই দল, সে কথা বলেছেন লায়ন। তাঁর মন্তব্য, ‘‘সবার আগে আমাদের খেলাটা উপভোগ করতে হবে। প্রস্তুতিটাও ঠিকঠাক করতে হবে। তা হলে সেরা দলের বিরুদ্ধেও তাদের ঘরের মাঠে গিয়ে লড়াই করতে পারব আমরা।’’

লায়নের নিজের কাছেও এটা একটা বড় পরীক্ষা। টেস্টে দলের অন্যতম সেরা অস্ত্র হলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও জায়গা পাকা করতে পারেননি। ভারত সফরে যাওয়ার আগে বিগ ব্যাশ লিগে আজ, রবিবার সিডনি সিক্সার্সের হয়ে নামবেন তিনি। লায়ন বলেছেন, ‘‘আশা করছি, আমার বিশ্বকাপ অভিযান রবিবার থেকে শুরু হবে। চেষ্টা করব, নিজের সেরাটা দেওয়ার। তা আমি সিডনির হয়েই খেলি বা অস্ট্রেলিয়ার হয়ে।’’ ভারতের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nathan Lyon Australian cricketer Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE