কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্যাট কামিন্সের খেলা নিশ্চিত নয়। তার ক’দিন পরেই উল্টো সুরে কথা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। জানালেন, তিনি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান। তাই জন্যই অ্যাশেজ়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম দু’টি টেস্টে চোটের জন্য খেলতে পারেননি কামিন্স। তৃতীয় টেস্টে নেমে ছ’উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ় জেতান। বাকি দু’টি টেস্টে না খেলার কথা তখনই বলে দেন। এ বার তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানা গিয়েছে।
কামিন্স বলেছেন, “এখন বেশ ভাল আছি। অ্যাডিলেডে চোট পাইনি বলে খুশি। কয়েক সপ্তাহ আগেও পিঠের চোট সারাতে ব্যস্ত ছিলাম। তাই পর পর টেস্ট ম্যাচ খেলা খুব ঝুঁকির হয়ে যেত। আপাতত পরের মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য নিজেকে বিশ্রাম দিতে চাই।”
আরও পড়ুন:
টি-টোয়েন্টিতে যদিও কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক নন। নেতৃত্ব দেন মিচেল মার্শ।
মেলবোর্নে খেলতে পারছেন না স্পিনার নেথান লায়নও। কামিন্স জানিয়েছেন, দীর্ঘ দিন খেলা থেকে দূরে থাকতে হবে লায়নকে। কামিন্সের কথায়, “দু’দিন আগেও ওর অস্ত্রোপচার হয়েছে। তাই অনেক দিন বাইরে থাকতে হবে। আমি ঠিক জানি না। তবে কয়েক মাস তো বটেই। আপাতত ওর সামনে লম্বা রাস্তা। তবে আগেও লায়ন সফল ভাবে ফিরেছে। এ বারও পারবে। এ বারের অস্ত্রোপচারটা বেশ বড়। সাজঘরে আপাতত ক্রাচ নিয়ে চলাফেরা করছে।”