Advertisement
০১ মে ২০২৪
ICC

শুরু হচ্ছে আইসিসি সুপার লিগ, প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আয়ারল্যান্ড

সূচি অনুসারে প্রত্যেক দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে তিনটি করে ম্যাচ। লিগের সেরা সাত দল সরাসরি ২০২৩ সালে ভারতে হতে চলা বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

বিশ্বকাপ হাতে ইংল্যান্ডের অধিনায়ক মর্গ্যান। ছবি: এএফপি।

বিশ্বকাপ হাতে ইংল্যান্ডের অধিনায়ক মর্গ্যান। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৬:২৪
Share: Save:

২০২৩ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য নতুন ওডিআই সুপার লিগ চালু করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩০ জুলাই সাউদাম্পটনে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বনাম আয়ারল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে তা শুরু হচ্ছে।

ঠিক হয়েছে ১৩টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। যার মধ্যে ১২টি দল আইসিসির পূর্ণ সদস্য। আর অন্য দলটি হল নেদারল্যান্ডস। যারা ২০১৫-১৭-র ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ জিতেছিল। সূচি অনুসারে প্রত্যেক দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে তিনটি করে ম্যাচ। লিগের সেরা সাত দল সরাসরি ২০২৩ সালে ভারতে হতে চলা বিশ্বকাপে খেলার টিকিট পাবে। আর আয়োজক দেশ হিসেবে ভারত তো খেলবেই বিশ্বকাপে। ১৩ দেশের মধ্যে শেষ পাঁচটি দেশ ও অ্যাসোসিয়েটস দেশগুলো লড়বে বিশ্বকাপের আরও দুই জায়গার জন্য। এক দিনের ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে এই লিগ বড় ভূমিকা নেবে বলে মনে করছে আইসিসি।

আরও পড়ুন: ২০১১-এর চেয়ে ২০১৯ বিশ্বকাপ দল পিছিয়ে থাকবে, দুই একাদশ বিচার করে দাবি প্রাক্তন ওপেনারের​

আরও পড়ুন: পেসার হিসাবে জীবন শুরু করেছিলেন দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার!​

আইসিসি-র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেছেন, “ওডিআই ক্রিকেটকে প্রাসঙ্গিক করে তুলবে এই লিগ। যা চলবে তিন বছর ধরে। ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যা মাপকাঠি হবে। কোভিড-১৯ এর কারণে ২০২৩ সালের বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে। ফলে আমরা বেশি সময় পাচ্ছি হাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যোগ্যতা অর্জন নির্ধারিত হবে মাঠে খেলার মাধ্যমেই।”

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেছেন, “পরের বিশ্বকাপের জন্য আমরা সফর শুরু করব আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে। ওরা সেরাদেরও হারাতে পারে নিজের দিনে। আমরা আকর্ষণীয় একটা সিরিজের দিকে তাকিয়ে আছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE