Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আইসিসির বর্ষসেরা টেস্ট বোলার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন

ইতিহাস গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে ৪২ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন এই অফ স্পিনার। ডারবান এবং বক্সিং ডে টেস্ট শেষ হওয়ার পর আইসিসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে চার পয়েন্টের ব্যবধানে ডেল স্টেইনকে হারিয়ে এক নম্বর হলেন ভারতীয় এই অফ স্পিনার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ১৬:২৫
Share: Save:

ইতিহাস গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে ৪২ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন এই অফ স্পিনার। ডারবান এবং বক্সিং ডে টেস্ট শেষ হওয়ার পর আইসিসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে চার পয়েন্টের ব্যবধানে ডেল স্টেইনকে হারিয়ে এক নম্বর হলেন ভারতীয় এই অফ স্পিনার।

২০০৯ থেকে শেষ ছ’বছর ধরে মোটামুটি ভাবে শীর্ষস্থান ধরে রেখেছিলেন স্টেইন। মাঝে মাত্র এক বার, ২০১৩ সালে স্বদেশীয় ফিল্যান্ডারের কাছে সিংহাসন হারিয়েছিলেন তিনি। আর এ বার হারালেন অশ্বিনের কাছে। এর আগে মাত্র এক বারই এই তালিকার এক নম্বরে উঠেছিলেন কোনও ভারতীয়। ১৯৭৩ সালে শীর্ষস্থানে উঠেছিলেন বিষেণ সিংহ বেদি। এর পর অনিল কুম্বলে বা কপিল দেব দু’নম্বরে এলেও এক নম্বর হতে পারেননি। ৪২ বছর পরে সেই সম্মান দেশে ফিরিয়ে আনলেন অশ্বিন।

আরও পড়ুন:
অস্ট্রেলিয়ায় স্লোয়ার আর বাউন্সারই আমার অস্ত্র

সম্মান পেয়ে উচ্ছ্বসিত অশ্বিন বলেন, “বছরের শেষ দিনে বছরের সেরা উপহারটা পেলাম। এটা জেনে খুবই ভাল লাগছে যে, বিষেণ সিংহ বেদির মতো এক জন প্রবাদপ্রতীম স্পিনারের পাশে আমার নাম এল। আমি আমার ক্যাপ্টেন বিরাট কোহলি এবং দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই এবং দর্শকদেরও।”

সেরা বোলারের পাশাপাশি বর্ষসেরা অলরাউন্ডারের শিরোপাও এসেছে অশ্বিনের ঝুলিতে। আর ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি এক নম্বরে রয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rabichandran ashwin icc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE