Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India

কোহালিদের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চান ওয়ার্ন

কোহালি বলেছেন, ‘‘বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও পরিস্থিতিতে দিনরাতের টেস্ট খেলতে প্রস্তুত ভারত।’’

প্রস্তাব: অ্যাডিলেডে দিনরাতের টেস্ট চান ওয়ার্ন। ফাইল চিত্র

প্রস্তাব: অ্যাডিলেডে দিনরাতের টেস্ট চান ওয়ার্ন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৪:০৮
Share: Save:

বিরাট কোহালিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তাব দিলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। তার মধ্যে একটি ম্যাচ হবে দিনরাতের।

তবে এ মরসুমে নয়। ২০২৩-এ আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় অধ্যায়ে এই সিরিজ আয়োজন করার পরামর্শ ওয়ার্নের। এ বছর নভেম্বরেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। সেখানে চারটি টেস্ট ও তিনটি ওয়ান ডে খেলবেন বিরাট কোহালিরা। এই চারটি টেস্টের মধ্যে একটি দিনরাতের টেস্টও হতে পারে। গত মাসেই পাকিস্তানকে টেস্টে হারিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন ভারতীয় অধিনায়ককে অনুরোধ করেছেন, তাঁদের দেশে দিনরাতের টেস্ট খেলার। সোমবার মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ সূচনার আগের দিন সাংবাদিক বৈঠকে কোহালি বলেছেন, ‘‘বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও পরিস্থিতিতে দিনরাতের টেস্ট খেলতে প্রস্তুত ভারত।’’

বিরাটের এই মন্তব্যই ওয়ার্নকে আরও উৎসাহী করে দিয়েছে। কিংবদন্তি লেগস্পিনার তাই ভারতীয় বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছেন আগামী মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করার। যেখানে দিনরাতের টেস্টও থাকবে।

সোমবার ওয়ার্নের টুইট, ‘‘আগেও এ কথা বলছি, আবারও বলতে দ্বিধা নেই। আগামী মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হলে কেমন হয়? প্রথম ম্যাচটি ব্রিসবেন, পরেরটি পার্‌থ, তৃতীয় ম্যাচ অ্যাডিলেডে দিনরাতের টেস্ট। মেলবোর্ন ও সিডনিতে চতুর্থ এবং পঞ্চম টেস্ট ম্যাচ।’’ ওয়ার্ন যোগ করেন, ‘‘আশা করি, ভারতীয় বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে আলোচনা করে দেখবে।’’

এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়, টিম পেন, বিরাট কোহালি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতীয় বোর্ডকে ট্যাগ করে ওয়ার্ন লেখেন, ‘‘আশা করি, সিরিজটি আয়োজন করার যথেষ্ট সময় পাওয়া যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Australia Shane Warne
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE