Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

বিশ্বকাপ দেখতে মেলবোর্নে উপস্থিত দর্শকের শরীরে মিলল করোনাভাইরাস

৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া মহিলাদের টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ। এমসিজি-তে সে দিন ৮৬ হাজার ১৭৪ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হয়েছিল এই মাঠেই। ছবি— এপি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হয়েছিল এই মাঠেই। ছবি— এপি।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ১৫:৩০
Share: Save:

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আসা এক দর্শকের শরীরে এ বার ধরা পড়ল করোনাভাইরাসের অস্তিত্ব।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ম্যানেজমেন্টের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে সেই ব্যক্তির থেকে অন্যান্যদের কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা কম বলেই জানা গিয়েছে।

৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া মহিলাদের টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ। এমসিজি-তে সে দিন ৮৬ হাজার ১৭৪ জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্রীড়া সচিবের মন্তব্যে আরও সংশয়ে আইপিএলের ভবিষ্যৎ

সেই দর্শকদের মধ্যে এক জনের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। সেই ব্যক্তি এমসিজি-র নর্দার্ন স্ট্যান্ডে বসেছিলেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউমান সার্ভিসেস-এর তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, সে দিন ওই স্ট্যান্ডে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। তাঁদের শারীরিক অবস্থা দিকে নজর দিতে বলা হয়েছে। ফ্লু-তে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: চাই মাত্র ১৩৩, তা হলেই সচিনকে টপকে যাবেন বিরাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus MCG ICC Women's World Cup Final
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE