Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Viral Video

ডাইপার পরা এই শিশুর স্ট্রেট ড্রাইভ তাক লাগিয়ে দিল মাইকেল ভনকেও

ক্লাবির এই ওয়াটার মার্ক দেওয়া ভিডিয়োটি ফক্স ক্রিকেট ১১ নভেম্বর পোস্ট করে। রিটুইট না করে তারা ভিডিয়োটি আলাদা করে আপলোড করে। তবে সেখানে ক্লাবিকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ফক্স ক্রিকেটের পোস্টটি ঘণ্টা চারেক পর রিটুইট করেন মাইকেল ভন। তিনি যে এই খুদে ক্রিকেটারের এভাবে সোজা ব্যাটের শট দেখে মুগ্ধ, তা ব্যক্ত করেন।

টুইটার থেকে নেওয়া ছবি।

টুইটার থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:৫৫
Share: Save:

এমন কপিবুক স্ট্রেট ড্রাইভ অনেক ক্রিকেটারেরই স্বপ্ন। কিন্তু এই শিশুটি যে দক্ষতায় একের পর এক শট খেলে যাচ্ছে, তা দেখলে যে কেউ চমকে যেতে বাধ্য। ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডলে। সেখানেই দেখা যাচ্ছে একটি শিশু সোজা ব্যাটে একের পর এক শট খেলছে।

ক্লাবি নামে একটি টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি ৯ নভেম্বর পোস্ট করা হয়। সেখানে শিশুটির শটের প্রশংসা করা হলেও তার পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই এক লক্ষের বেশি বার দেখা হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কমলা রঙের জামা পরা একটি শিশু গ্লাভস পরে হাতে ব্যাট নিয়ে স্টান্স নিয়েছে। পরনে ডাইপার। সেই সাজে একের পর এক বল মেরে যাচ্ছে অবলীলায়। ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে। তার দিকে একের পর এক বল ছোড়া হচ্ছে। আর কোনও বল মিস না করে সব ক’টি সোজা ব্যাটে খেলে যাচ্ছে সে।

আরও পড়ুন: দূষণের মাঝে দিল্লিতে বিক্রি হচ্ছে ‘বিশুদ্ধ’ অক্সিজেন

ক্লাবির এই ওয়াটার মার্ক দেওয়া ভিডিয়োটি ফক্স ক্রিকেট ১১ নভেম্বর পোস্ট করে। রিটুইট না করে তারা ভিডিয়োটি আলাদা করে আপলোড করে। তবে সেখানে ক্লাবিকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ফক্স ক্রিকেটের পোস্টটি ঘণ্টা চারেক পর রিটুইট করেন মাইকেল ভন। তিনি যে এই খুদে ক্রিকেটারের এভাবে সোজা ব্যাটের শট দেখে মুগ্ধ, তা ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিএমডাব্লিউ-র দামে বিক্রি হল একটি মাত্র কাঁকড়া!

ফক্স ক্রিকেটের হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি প্রায় এক লক্ষ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি প্রচুর মানুষ লাইক ও শেয়ারও করেছেন।

দেখুন সেই ভিডিয়ো:

(এই ভিডিয়োর সত্যাসত্য আনন্দবাজার যাচাই করে দেখেনি)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Michael Vaughan Cricket Child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE