Advertisement
২৬ এপ্রিল ২০২৪

উইম্বলডন দেখতে গিয়ে হেনস্থার শিকার শিখ ফ্যান

ভেবেছিলেন ফেডেরারকে দেখবেন উইম্বলডন সেমিফাইনাল খেলতে। টেনিসের ভক্ত। তাই সারা রাত ধরে দাঁড়িয়েছিলেন টিকিটের লাইনে। কিন্তু তাঁর ভাগ্যে জুটল অপমান। বের করে দেওয়া হল লাইন থেকে। অভিযোগ লাইনে দাঁড়ানো বাকিদের সমস্যা করছিলেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ২২:২১
Share: Save:

ভেবেছিলেন ফেডেরারকে দেখবেন উইম্বলডন সেমিফাইনাল খেলতে। টেনিসের ভক্ত। তাই সারা রাত ধরে দাঁড়িয়েছিলেন টিকিটের লাইনে। কিন্তু তাঁর ভাগ্যে জুটল অপমান। বের করে দেওয়া হল লাইন থেকে। অভিযোগ লাইনে দাঁড়ানো বাকিদের সমস্যা করছিলেন তিনি। এর পরই সোশ্যাল মিডিয়ায় ২০ বছরের এই শিখ টেনিস ফ্যান তাঁর বিরম্বনার কথা জানান। তার পরই জানাজানি হয়ে যায় পুরো ঘটনা। যদিও তাঁর নাম এখনও জানা যায়নি। তাঁর অভিযোগ তাঁর সঙ্গে বর্ণবিদ্বেষীমূলক ব্যবহার করা হয়েছে উইম্বলডনের লাইনে। তিনি শুক্রবার লেখেন, ‘‘উইম্বলডন সেন্টার কোর্টের টিকিটের লাইন থেকে আমারে বের করে দেওয়া হয়। বলা হয়, আমি অন্যান্যদের সমস্যা করছি। তাই আপনাকে লাইন ছেড়ে বেরিয়ে যেতে হবে।’’

যদিও তিনি কোনও বিতর্ক না করেই সেই সময় লাইন থেকে বেরিয়ে গিয়েছিলেন। বলেন, ‘‘আমার মনে হয়েছিল বিষয়টি নিয়ে কথা বলি কিন্তু এতটাই খারাপ লেগেছিল যে আমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে যাই। আমার মনে হয় না আমি আর কোনও দিনও ওখানে যাব। এটা যদিও আমার সব থেকে পছন্দের ইভেন্ট।’’ উইম্বলডনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘হ্যাঁ, সকাল ৪।৪২ এ শুক্রবার তাঁকে লাইন থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। কারণ লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই তাঁর ব্যবহার নিয়ে অভিযোগ করেছিল।’’

আরও খবর

৯০ মিনিটে বদলে গিয়েছিল আমার ক্রিকেট জীবন: কাইফ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wimbledon Sikh Fan Harrased by security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE