Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কোম্যানরা সহজে জিতলেও জাতীয় সঙ্গীত বিতর্কে ফ্রান্স

ভুল জাতীয় সঙ্গীত বাজানোর পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফুটবলারদের। প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আলবানিয়ার জাতীয় সঙ্গীত চালানো হয়। 

উল্লাস: নায়ক কোম্যানকে (বাঁ দিকে) নিয়ে জিহু। এএফপি

উল্লাস: নায়ক কোম্যানকে (বাঁ দিকে) নিয়ে জিহু। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৮
Share: Save:

শনিবার নির্ধারিত সময়ের পরে শুরু হল ইউরো যোগ্যতা অর্জন পর্বে ফ্রান্স বনাম আলবানিয়া ম্যাচ। দেরিতে শুরু হওয়ার কারণ অবশ্য ফ্রান্সের পক্ষে লজ্জাজনক। আলবানিয়ার জাতীয় সঙ্গীতের বদলে অ্যান্ডোরার জাতীয় সঙ্গীত বাজানো হয় ম্যাচের আগে। আলবানিয়ার ফুটবলেরা জানান, যতক্ষণ না তাঁদের দেশের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, ততক্ষণ তাঁরা খেলা শুরু করবেন না।

ভুল জাতীয় সঙ্গীত বাজানোর পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফুটবলারদের। প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আলবানিয়ার জাতীয় সঙ্গীত চালানো হয়।

ভুল জাতীয় সঙ্গীত চলার সময়ে আলবানিয়ার ফুটবলারেরা অবাক দৃষ্টিতে একে অন্যের দিকে তাকিয়ে থাকেন। দর্শকাসন থেকে ভেসে আসে বিদ্রুপ-ধ্বনি। চিৎকার শুরু হয়, ‘‘এটা আমাদের জাতীয় সঙ্গীত নয়। আমরা কখনওই গলা মেলাবো না। ঠিক সঙ্গীতটি চালানো না হলে খেলাও হবে না।’’

ম্যাচ শেষে ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁও ক্ষমা চেয়ে নেন আলবানিয়ার সমর্থক ও ফুটবলারদের কাছে। দেশঁ বলেন, ‘‘ভুল জাতীয় সঙ্গীত চলার পরে বিপক্ষের কোচ ও রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছে ক্ষমা চেয়েছি। এই ধরনের পরিস্থিতি যেন কখনও আর তৈরি না হয়। যে কোনও দেশকেই এ রকম পরিস্থিতি অপ্রস্তুত করে দিতে পারে। এহেন মারাত্মক ভুল একেবারেই কাম্য নয়।’’

ম্যাচ শুরু হওয়ার আগেই তেতে যাওয়া আলবানিয়া যদিও ম্যাচের মধ্যে বিশেষ দাপট ধরে রাখতে পারেনি। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের হারায় ৪-১ ব্যবধানে। প্রায় তিন বছর পরে আন্তর্জাতিক ফুটবলে গোল করেন কিংসলে কোম্যান। চার গোলের মধ্যে জোড়া গোল কোম্যানের। একটি করে গোল করেন অলিভিয়ে জিহু ও নানিতামো ইকোনে।

কোম্যানের খেলায় মুগ্ধ কোচ দেশঁ। তিনি বলেন, ‘‘২০১৬ থেকে ও আমাদের দলে ছিল। তখন থেকেই জানতাম ও দারুণ প্রতিভাবান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football 2020 Euro Qualifiers France Albania
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE