Advertisement
E-Paper

৩২তম জন্মদিনে সিআর সেভেন

বিশ্ব ফুটবলের সবচেয়ে রঙিন চরিত্র। তাঁর অনুরাগী সংখ্যা অনায়াসে বেশ কয়েক কোটি ছাড়িয়ে যাবে। আবার তেমনই তাঁকে ঘৃণা করার লোকও কম নেই। তাঁর ৩২তম জন্মদিনে সিআর সেভেনকে ভালবাসার এবং ঘৃণা করার সাত কারণ।অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা। ক্রীড়া বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গিয়েছে, একটা চিতা লাফ দেওয়া অবস্থায় যতটা শক্তিপ্রয়োগ করতে পারে, রোনাল্ডো তার পাঁচ গুণ বেশি পারেন।

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১১

• লা লিগার পাশাপাশি ইপিএলেও চূড়ান্ত সফল। লিওনেল মেসি যে পরীক্ষা দেননি।

• উজ্জ্বল মানবিক মুখ। এক বার ১০ বছরের শিশুর মাথায় অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার ডলার দিতে হবে শুনে দু’বার ভাবেননি। রোনাল্ডো বহু বছর ধরে রক্তদাতাও।

• অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা। ক্রীড়া বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গিয়েছে, একটা চিতা লাফ দেওয়া অবস্থায় যতটা শক্তিপ্রয়োগ করতে পারে, রোনাল্ডো তার পাঁচ গুণ বেশি পারেন।

• পরীক্ষায় দেখা গেছে রোনাল্ডোর ফ্রি কিকের গতি ঘণ্টায় ৮০ মাইল। বিশ্ব ফুটবলে যে ক্ষমতা আর কারও নেই।

• ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফ্রি কিক থেকে সেই গোল। আর্সেনাল ডিফেন্সকেও যা সম্মোহিত করে দিয়েছিল।

• ২০১৬ ইউরো ফাইনালে সাইডলাইন থেকে পর্তুগালকে কোচিং।

• বিশ্ব ফুটবলে তাঁর মতো আকর্ষণীয় শরীর বিরল। রোনাল্ডোর বডি মাস ইনডেক্স (বিএমআই) ২৩.৪। শরীরের উচ্চতা আর ওজনের ভারসাম্য অতুলনীয়।

• ২০০৬ বিশ্বকাপে রুনির ট্যাকেলে পড়ে যাওয়ার ভান। লাল কার্ড দেখেন রুনি। পেনাল্টি পায় পর্তুগাল। এর পর চোখ টেপেন রোনাল্ডো। বলেছিলেন আমার কোনও অনুতাপ নেই।

• হঠাৎ হঠাৎ বিতর্কে জড়িয়ে পড়ার প্রবণতা। যেমন, বুদ্ধ মূর্তিতে পা রেখে তীব্র রোষের মুখে পড়েছিলেন।

• মেসিকে আড়ালে অশ্রাব্য গালিগালাজের অভিযোগ। রোনাল্ডোকে যে জন্য সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিতে হয়।

• সমকামী ভাবমূর্তি। মরোক্কান কিকবক্সার বদর হরির সঙ্গে ঘনিষ্ট সব ছবি প্রকাশ।

• দীর্ঘ সম্পর্কের পরে ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ। যার পরে হঠাৎ করে রোনাল্ডোর ভক্তসংখ্যা কমে যায় সোশ্যাল মিডিয়ায়।

• তিনি গোল যখন পান না সতীর্থরা গোল করলেও বিরক্তি প্রকাশ করেন। তা সে রিয়ালের করিম বেঞ্জিমাই হোন বা গ্যারেথ বেল।

• দাম্ভিক কথাবার্তা। এক বার যেমন বলেছিলেন, আমি বিশাল বড়লোক। দেখতে দারুণ। বিশ্বসেরা ফুটবলার। তাই লোকে আমাকে হিংসে করে।

Cristiano Ronaldo 32nd Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy