বাংলাদেশের ক্রিকেটাররা নাকি ইংরেজি বোঝেন না! যার প্রভাব পড়ছে কোচিং এবং দলের খেলায়। এমনই অজুহাত দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার তথা সিলেট থান্ডার্সের কোচ হার্শেল গিবস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট থান্ডার্সে কোচিং করাচ্ছেন গিবস। সেই স্কোয়াডে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার রয়েছেন। তার মধ্যে পাঁচ জন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার। গিবসের মতে, তাঁদের কোচিং করানোর পথে ভাষার প্রতিবন্ধকতা বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা তাঁর কথা শুনলেও ঠিকমতো বুঝতে পারছেন না। আট ম্যাচে মাত্র এক জয়ে সিলেট থান্ডার্স এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে। সেই হতাশা থেকেই কি এমন অজুহাত দিচ্ছেন তিনি, প্রশ্ন উঠছে।
ঢাকার এক সংবাদপত্রে গিবস বলেছেন, “স্থানীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই ইংরেজি বোঝে না। তাই ওদের কিছু শেখানো কঠিন হয়ে পড়ছে। আমার কাছে ব্যাপারটা খুব হতাশাজনক। আমি যখন কথা বলছি ওদের সঙ্গে, তখন ওরা শুনছে। কিন্তু আমি যা বলছি সেটা ঠিকঠাক বুঝতে পারছে না।”