আবার চাপের মুখে দলকে বাঁচালেন অভিমন্যু ঈশ্বরন।
বাংলার তরুণ ব্যাটসম্যানের সেঞ্চুরির (১২৯) সাহায্যে গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে দিনের শেষে বাংলা ২৬১-৬।
জয়পুরে বৃহস্পতিবার গত বারের চ্যাম্পিয়ন গুজরাত এক সময় ৫৯ রানে চার উইকেট তুলে নিয়ে বাংলাকে চাপে ফেলে দিয়েছিল। দ্রুত ফিরে যান অভিষেক রামন (৫), ঋত্বিক চট্টোপাধ্যায় (৪)। ঘাতক বোলার ঈশ্বর চৌধুরি (৩-৪৯)। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিকে (১) এলবিডব্লিউ করেন চিন্তন গাজা। এই সময় অভিমন্যু এবং অনুষ্টুপ মজুমদার (৯৪) পঞ্চম উইকেটে ১৭৫ রান যোগ করেন। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ছ’নম্বর সেঞ্চুরি করলেন অভিমন্যু। তাঁর ২৪৬ বলের ইনিংস সাজানো ১৭টি বাউন্ডারি দিয়ে। তবে দিনের শেষে অভিমন্যুকে ফিরিয়ে দিয়ে বাংলাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে গুজরাত। ক্রিজে আছেন বি অমিত (৮) এবং আমির গনি (৬)। প্রথম ইনিংসে এগিয়ে থাকার আশা টিকিয়ে রাখতে হলে দলের রান তাঁদের তিনশো পার করতেই হবে। কেন না পার্থিব পটেল এবং দুই ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চাল ও সমিত গোহেলকে নিয়ে গড়া গুজরাতের ব্যাটিং বেশ শক্তিশালী। তবে অভিমন্যু আশাবাদী দলের এগিয়ে যাওয়ার ব্যাপারে। তিনি বলেছেন, ‘‘অনুষ্টুপ আর আমি ঠিক করেছিলাম প্রথম দু’ঘণ্টা সতর্ক ভাবে খেলব। তার পরে শট মারার চেষ্টা করব। ঠান্ডা আবহাওয়ায় তখন মাঠে খুব হাওয়া চলছিল। তাই ব্যাটিং করা কঠিন হয়ে উঠেছিল।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা যদি ৩০০ রানের গণ্ডি পেরতে পারি, তা হলে গুজরাতকে চ্যালেঞ্জ করতে পারব। আমাদের বোলিং আক্রমণ বেশ ভাল।’’ মাঠে এ দিন হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।