বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ইতিমধ্যেই ঢুকে পড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। টেস্ট ক্রিকেটে রান এবং সেঞ্চুরির নিরিখে সচিন তেন্ডুলকর, ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তুলনা শুরু হয়ে গিয়েছে তাঁর। কিন্তু সত্যিই কি এখনও টেস্ট ক্রিকেটে সেরার পর্যায় পৌঁছতে পেরেছেন বিরাট?
তর্ক-বিতর্ক চলবেই, কিন্তু পরিসংখ্যানের দিকে যদি নজর রাখা যায় তা হলে অন্য কথাই বেরিয়ে আসছে।
বিরাটের মতো তাঁর সমসাময়িক স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসনরাও টেস্ট ক্রিকেটে কোনও অংশে পিছিয়ে নেই। ৬৩টি টেস্ট খেলে বিরাটের মোট টেস্ট রান ৫২৬৮, গড় ৫৩.৭৬।