Advertisement
E-Paper

চিনের মাটিতে চিনের প্রাচীর ভেঙে জয় মোহনবাগানের

সঞ্জয় সেনের স্বপ্নের দৌড় চলছেই। কখনও আই লিগ তো কখনও এএফসি কাপ। যেখানেই হাত দিচ্ছেন সোনাই বেড়িয়ে আসছে। আই লিগে অপরাজিত থেকে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ জয়। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া মোহনবহাগানের সামনে বড় চ্যালেঞ্জ এএফসি কাপও।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ১৮:১৯
দক্ষিণ চিনকে হারানোর পর মোহনবাগান দল। ছবি-ফেসবুক।

দক্ষিণ চিনকে হারানোর পর মোহনবাগান দল। ছবি-ফেসবুক।

সঞ্জয় সেনের স্বপ্নের দৌড় চলছেই। কখনও আই লিগ তো কখনও এএফসি কাপ। যেখানেই হাত দিচ্ছেন সোনাই বেড়িয়ে আসছে। আই লিগে অপরাজিত থেকে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ জয়। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া মোহনবহাগানের সামনে বড় চ্যালেঞ্জ এএফসি কাপও। দেশের সম্মান রয়েছে সবুজ-মেরুণের হাতেই। তাই শেষ পর্যন্ত লড়াই দেবে দল এটাই লক্ষ্য। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে একটি গোল এল জেজে লালপেখলুয়ার পা থেকে। ১৫ মিনিটে মোহনবাগানের হয়ে গোলের খাতা খোলেন লেনি রজরিগেড। দ্বিতীয় গোল সনি নর্ডির। তিন নম্বর গোলটি এল কর্নেল গ্লেনের পা থেকে। যার ফলে ৪-০ গোলে সহজেই ম্যাচ জিতে নিল আই লিগ চ্যাম্পিয়নরা। প্রথম থেকেই প্রতিপক্ষ দক্ষিণ চিনের ঘরে পৌঁছেই হামলা শুরু করে বাগান। যাদের আটকাতে নাস্তানাবুদ অবস্থা হয় চিনের দলের। কিন্তু চারবার মোহনবাগানের আক্রমণে গোলও হজম করতে হয়। সনি, কাটসুমিরা সহজ সুযোগ নষ্ট না করলে হাফ ডজন গোল তো হতই। তবে, মোহনবাগানের আক্রমণ আটকাতে ব্যস্ত চিনের পুরো টিম আক্রমণেই উঠতে পারল না। যার ফলে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে সঞ্জয় সেন অ্যান্ড ব্রিগেড।

• খেলা শেষ। মোহনবাগান ৪-০ গোলে হারিয়ে দিল দক্ষিণ চিনকে।

• ৯০ মিনিট, তিন মিনিট অতিরিক্ত সময়।

• ৮৯ মিনিট, ২৪ গজ দূর থেকে মোহনবাগানের ফ্রিকিক কোনও কাজে লাগল না।

• ৮৬ মিনিট, সনি নর্ডির জায়গায় মাঠে নামলেন সৌভিক চক্রবর্তী।

• ৮২ মিনিট, এবার গোল করলেন জেজে লালপেখলুয়া।

• গোওওওওওও......

• ৮২ মিনিট, কর্নেল গ্লেন আহত।

• ৭৭ মিনিট, মোহনবাগানে পরিবর্তন। প্রণয় হালদারের জায়গায় মাঠে এলেন বিক্রমজিৎ।

• ৭৫ মিনিট, সেভ দেবজিতের।

• ৭৪ মিনি, আহত জেজে মাটিতে পরে।

• ৭৩ মিনিট, কর্নার দক্ষিণ চিনের।

• ৭১ মিনিট, কাটসুমির সহজ সুযোগ নষ্ট। তাঁর দুর্বল শট কোনও রকমে বাঁচালেন গোলকিপার। এক কথায় মিস কাটসুমির।

• ৬৮ মিনিট, হালকা উত্তেজনা দুই পক্ষের মধ্যে। তবে রেফারির হস্তক্ষেপে ঝামেলা বেশিদূর গড়াল না।

• ৬৫ হিং কিটের সেভ।

• ৬২ মিনিট, গ্লেন থেকে জেজের পা হয়ে সনির কাছে পৌঁছলেও বক্সের বাইরে থেকে সনির শট গোল লাইনের পাশ দিয়ে বেড়িয়ে গেল বাইরে।

• ৬০ মিনিট, সনির সুযোগ নষ্ট।

• ৫৯ মিনিট, দক্ষিণ চিনের সুযোগ। কিন্তু ক্রসবারের উপর দিয়ে বেড়িয়ে গেল বল।

• ৫৭ মিনিট, গ্লেনের শট বাঁচালেন হিং কিট।

• ৫৫ মিনিট প্রীতম কোটালের ফ্রিকিক। কিন্তু সেই ফ্রিকিকের নাগাল পেলেন না গ্লেন।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের শেষে মোহনবাগান ৩, দক্ষিণ চিন ০।

• ৪৫ মিনিট, প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• ৪৫ মিনিট, এবার গোল করলেন কর্নেল গোল।

আবার গোওওওওওল....

• ৩৯ মিনিট, দ্বিতীয় গোল মোহনবাগানের। এবার সনি নর্ডির গোলে ২-০তে এগিয়ে গেল মোহনবাগান।

• গোওওওওওওল.... আবার মোহনবাগান।

• ১৬ মিনিট, জোড়া হলুদ কার্ড দেখে মাঠ চাড়তে হল চিনের চে রুনকিকে।

• ১৫ মিনিট, লেনি রডরিগেজের গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• গোওওওওওল.... মোহনবাগান।

• ১৩ মিনিট, কাটসুমির ফ্রিকিক ক্লিয়ার করে দিল পোপো।

• ১২ মিনিট, কাটসুমিকে ফাউল করা হল। পর পর ফাউল করছে প্রতিপক্ষ।

• ১০ মিনিট, দক্ষিণ চিনের মাঠে হোম টিমকে চাপে রেখেছে মোহন বাগান।

• ৭ মিনিট, প্রণয় হালদারকে ফাউল।

• ৫ মিনিট, গ্লেনকে ফাউল করলেন তাঁর মার্কার।

• ৩ মিনিট, শুরুতেই ম্যাচের দখল নেওয়ার চেষ্টায় মোহনবাগান।

খেলা শুরু

Mohunbagan AFC Cup Football South China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy