Advertisement
০৭ মে ২০২৪

চব্বিশ ঘণ্টায় পরিষ্কার ময়দান

আনন্দবাজারে দুর্গন্ধ-কাণ্ডের খবরের জের। চব্বিশ ঘণ্টার মধ্যে সাফসুতরো ময়দানের চার মাঠ। শুধু তাই নয়, সব মাঠে শুক্রবার ফুটবল লিগের ম্যাচও সাঙ্গ হল নির্বিঘ্নে। আরও তাৎপর্যের ব্যাপার, আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় যিনি চব্বিশ ঘণ্টা আগেই দাবি করেছিলেন, ‘‘মাঠ পরিষ্কারের দায়িত্ব ক্লাবের, আমাদের নয়,’’ শুক্রবার সেই আইএফএ থেকেই শেষ পর্যন্ত মাঠ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০২:৫৯
Share: Save:

আনন্দবাজারে দুর্গন্ধ-কাণ্ডের খবরের জের। চব্বিশ ঘণ্টার মধ্যে সাফসুতরো ময়দানের চার মাঠ। শুধু তাই নয়, সব মাঠে শুক্রবার ফুটবল লিগের ম্যাচও সাঙ্গ হল নির্বিঘ্নে। আরও তাৎপর্যের ব্যাপার, আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় যিনি চব্বিশ ঘণ্টা আগেই দাবি করেছিলেন, ‘‘মাঠ পরিষ্কারের দায়িত্ব ক্লাবের, আমাদের নয়,’’ শুক্রবার সেই আইএফএ থেকেই শেষ পর্যন্ত মাঠ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হল। যথারীতি সিআরএর এক মালিকে টাকা দেওয়া হয়। তিনি-ই এ দিন সাতসকালে লোক জোগাড় করে মাঠ খেলার উপযুক্ত করে তোলেন।

এক সিআরএ কর্তা বললেন, ‘‘তিন বছর ধরে আমাদের ওই মালিকে দিয়েই মাঠের কাজ করাচ্ছে আইএফএ। এ বার ২১ জুলাইয়ের পর দিনই সব পরিষ্কার হয়ে যেতে পারত। কিন্তু এ বার শুরুতে কেউ উদ্যোগ দেখাচ্ছিল না। তাই দেরি হল। এতগুলো ম্যাচও বাতিল করতে হল।’’ এ দিন তালতলা মাঠে তৃতীয় ডিভিশনে কলকাতা পুলিশ ৩-০ গোলে হারায় যাদবপুর অ্যাসোসিয়েশনকে। কাস্টমস মাঠে সোনালি শিবিরের সঙ্গে গোলশূন্য ড্র করে বেনিয়াপুকুর ইন্সটিটিউট। পুলিশ মাঠে বেলেঘাটা বিবি ২-০ গোলে হারাল হোয়াইট বর্ডারকে।

কেনকে আরও এক সপ্তাহ দেখবেন সঞ্জয়: প্র্যাকটিস ম্যাচে ভাল খেলে মোহনবাগান জার্সি গায়ে চড়ানোর জন্য জোরদার চেষ্টা চলছে কেন লুইসের। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা এই ভারতীয় ফুটবলার এ দিন বিকেলে প্র্যাকটিস ম্যাচে করলেন জোড়া গোল। যার মধ্যে দ্বিতীয়টি দূরপাল্লার কোনাকুনি শটে। সবুজ-মেরুন কোচ সঞ্জয় সেনও প্র্যাকটিস শেষে বলে যান, ‘‘কেন ভাল গোল করল এ দিন। তবে এখনই ওকে নিয়ে কোনও মন্তব্য নয়। আরও একটা সপ্তাহ দেখতে হবে।’’ আগামী সপ্তাহে শুক্র ও শনিবার দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান। সেই দুই ম্যাচে ট্রায়ালে আসা ফুটবলারদের পারফরম্যান্স দেখার পরেই তাঁদের দলভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE