Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এআইএফএফ-এর উদ্যোগে বিদেশে তিন ফুটবলার

বাংলার প্রসেনজিত চট্টোপাধ্যায় সহ ভারতের তিন এআইএফএফ গোয়া অ্যাকাডেমির খেলোয়াড়দের নিবার্চিত করল ফেডারেশন। যাদের পাঠানো হচ্ছে ফ্রান্সের প্রথম ডিভিসন ক্লাব এমইটিজেড ফুটবল ক্লাবের অ্যাকাডেমিতে প্রথম তিন মাসের ট্রেনিংয়ের জন্য।

স্বপন সরকার
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ২০:৫৩
Share: Save:

বাংলার প্রসেনজিত চট্টোপাধ্যায় সহ ভারতের তিন এআইএফএফ গোয়া অ্যাকাডেমির খেলোয়াড়দের নিবার্চিত করল ফেডারেশন। যাদের পাঠানো হচ্ছে ফ্রান্সের প্রথম ডিভিসন ক্লাব এমইটিজেড ফুটবল ক্লাবের অ্যাকাডেমিতে প্রথম তিন মাসের ট্রেনিংয়ের জন্য।

এই তিন জন খেলোয়াড়দের সবরকম খরচা বহন করবে ফেডারেশন। আজ দিল্লির ফরাসি দূতাবাসে একথা ঘোষণা করলেন ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল। প্রসেনজিত চট্টোপাধ্যায় একজন মিড-ফিল্ডার। বাকি দুজন হলেন দেরাদুনের অনিরুদ্ধ থাপা একজন মিড-ফিল্ডার। তৃতীয় জন হলেন মিজোরামের জেরি খেলেন লেফট ব্যাক পজিশনে।

এই তিন জনের সবরকম খরচ-খরচা বহন করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রথম তিন মাসের জন্য। তরপর এই তিন জনের পারফর্মেন্সের রিভিউ হবে। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের পরবর্তী পদক্ষেপ।

ফেডারেশন সভাপতি বলেন ‘‘এটাই ফেডারেশনের প্রথম পদক্ষেপ। এছাড়াও ফেডারেশন ইউরোপের অন্যান্য ক্লাবের সঙ্গেও কথা বলছে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AIFF Football France club
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE