Advertisement
E-Paper

বিরাটকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে

কোহালি এখনও পর্যন্ত খেলেছেন ৭৩ টেস্ট ও ২১৬ ওয়ানডে। এই দুই ফরম্যাটে তিনি করেছেন যথাক্রমে ১০২৩২ ও ৬৩৩১ রান। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ২৪ ও ৩৮।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ১১:৪৫
দুরন্ত ফর্মে থাকা বিরাটকে এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান বলছেন বিশেষজ্ঞরা। ফাইল চিত্র।

দুরন্ত ফর্মে থাকা বিরাটকে এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান বলছেন বিশেষজ্ঞরা। ফাইল চিত্র।

বিরাট কোহালিকে ভারতরত্ন দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠির মাধ্যমে এই অনুরোধ করল সর্বভারতীয় গেমিং ফেডারেশন (এআইজিএফ)।

চিঠিতে সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, "ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে পড়ে। গত কয়েক বছরে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিরাট কোহালি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছে। বিশ্বক্রীড়ায় ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করতে কোহালির এই চেষ্টাকে স্বীকৃতি জানানো হোক ভারতরত্ন দেওয়ার মাধ্যমে। কোহালিকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দিলে তা প্রতিভা, মেধা ও কঠোর পরিশ্রমকেই সম্মান জানানো হবে।"

এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতরত্ন পেয়েছেন সচিন তেন্ডুলকর। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রানের তিনি মালিক। একমাত্র ব্যাটসম্যান হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি রয়েছে লিটল চ্যাম্পিয়নের। কোহালি এখনও পর্যন্ত খেলেছেন ৭৩ টেস্ট ও ২১৬ ওয়ানডে। এই দুই ফরম্যাটে তিনি করেছেন যথাক্রমে ১০২৩২ ও ৬৩৩১ রান। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ২৪ ও ৩৮। মোট সেঞ্চুরির সংখ্যা ৬২। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ সেঞ্চুরিতে কোহালিই দ্রুততম।

আরও পড়ুন: সিরিজ জিততে আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?​

আরও পড়ুন: ইডেনে জিতে নবাবের শহরে সিরিজ জয়ের পরীক্ষা

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

Cricket Cricketer Virat Kohli Bharat Ratna Sachin Tendulkar Narendra Modi Test Cricket One Day International Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy