Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

রবি শাস্ত্রীকে পিছনে ফেলে বিরাটদের কোচ কুম্বলে

সংবাদ সংস্থা
২৪ জুন ২০১৬ ০০:১১

অনেক জল্পনা, অনেক নামের মধ্যে থেকে শেষ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নেওয়া হল অনিল কুম্বলেকে। ৪৫ বছরের কুম্বলে জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দলের দায়িত্ব নিয়ে নেবেন। আপাতত এক বছরের জন্যই চুক্তিবদ্ধ করা হবে তাঁকে। যদিও একটা সময় পর্যন্ত ভাবা হচ্ছিল আবার ফিরিয়ে আনা হবে রবি শাস্ত্রীকেই। তাঁর টিম ডিরেক্টর থাকার সময় সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটে। কিন্তু সব হিসেব উল্টে দিলে প্রাক্তন অধিনায়ক কুম্বলেকেই বেছে নিলেন সৌরভরা। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের কমিটির সামনে পরীক্ষায় বসতে হয়েছিল আবেদন জানানো সকলকেই। কুম্বলে এলেও রবি শাস্ত্রী ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ ও নিজের প্রেজেন্টেশন দেন। সেই তালিকায় ছিলেন প্রভীন আমরেও।

কিন্তু তিন প্রাক্তন ক্রিকেটারের কমিটি শেষ পর্যন্ত বেছে নিলেন কুম্বলেকেই। আর কমিটির সিদ্ধান্ত মেনে নিল বিসিসিআই। ২৪ জুন ধর্মশালার সভায় ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের নাম ঘোষণার কথা থাকলেও একদিন আগেই তা জানিয়ে দিল বিসিসিআই। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘‘স্বচ্ছ্ব পথেই এই সিদ্ধান্ত হয়েছে।’’ এই পদের জন্য মোট ৫৭ জন আবেদন জানিয়েছিলেন। কুম্বলে খেলেছেন ১৩২টি টেস্ট, ২৭১টি ওয়ানডে ও ৫৪টি টি২০। ভারতীয় দলের কোচে্র দায়িত্ব পেয়ে কুম্বলে বলেন, ‘‘আবার ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে ফিরছি। অনেক বড় দায়িত্ব আমার সামনে এখন।’’

আরও খবর

Advertisement

নতুন রেকর্ডে এমএস ধোনি

আরও পড়ুন

Advertisement