Advertisement
১৬ মে ২০২৪

মোহনবাগানে অনুষ্টুপ

স্থানীয় ক্রিকেটের আসন্ন মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে অনুষ্টুপ মজুমদারকে। ইস্টবেঙ্গল থেকে অনুষ্টুপ ও পেসার সৌরভ মণ্ডলকে নিয়েছে মোহনবাগান। টালিগঞ্জ থেকে নেওয়া হয়েছে অলোকপ্রতাপ সিংহকে। লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিরা আছেন যথারীতি। ইস্টবেঙ্গল আবার বীরপ্রতাপ সিংহকে নিল। এ ছাড়া ঋতম পোড়েল, অর্ণব নন্দীরা আছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৩
Share: Save:

স্থানীয় ক্রিকেটের আসন্ন মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে অনুষ্টুপ মজুমদারকে। ইস্টবেঙ্গল থেকে অনুষ্টুপ ও পেসার সৌরভ মণ্ডলকে নিয়েছে মোহনবাগান। টালিগঞ্জ থেকে নেওয়া হয়েছে অলোকপ্রতাপ সিংহকে। লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিরা আছেন যথারীতি। ইস্টবেঙ্গল আবার বীরপ্রতাপ সিংহকে নিল। এ ছাড়া ঋতম পোড়েল, অর্ণব নন্দীরা আছেন। কালীঘাট মোটমুটি একই টিম ধরে রেখে দিল। অর্থাৎ, মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ী, অশোক দিন্দারা এ বারও কালীঘাটে। ভবানীপুরও শক্তিশালী টিম করেছে। ইস্টবেঙ্গল থেকে রবিকান্ত সিংহকে নিয়েছে। পার্থসারথি ভট্টাচার্য, অভিষেক দাস, শুভম চট্টোপাধ্যায়, অগ্নিভ পান, ঋত্বিক চট্টোপাধ্যায়রাও আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anustup majumdar mohunbagan mohunbagan cricket team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE