রবিচন্দ্রন অশ্বিন তাঁর ক্রিকেটজীবনের প্রথম দিন থেকেই ব্যতিক্রমী। তা তাঁর ব্যতিক্রমের ধরনটা কার কেমন লাগল তার তোয়াক্কা না করেই। সম্ভবত এই জন্যই পেশাদার ক্রিকেটারের আবরণ ভেদ করে চরিত্র হিসেবে তিনি এত আকর্ষণীয় এবং যাঁর প্রভাব ক্রিকেট মাঠেই শেষ হয়ে যাওয়া উচিত নয়।
তামিলনাডুর সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যখন দেশজুড়ে প্রতিশ্রুতির বাণ ছুটছিল অনেকে অশ্বিনকে নিজেদের সঙ্গে জড়িয়ে নিতে চেয়েছিলেন। দীর্ঘকায় অফস্পিনার রাজি হননি। নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়ে দেন, যা করবেন তিনি একা করবেন। আর সেই পরিকল্পনার কথা জানাবেন পরে।
সোমবার তাঁকে জিজ্ঞেস করে জানা গেল বহির্জগতের উদ্যোগ যখন তামিলনাড়ুর ব্যাপারে স্তিমিত হয়ে এসেছে তখন তিনি নিজের ক্রিয়া-কর্ম আরও জোরদার ভাবে শুরু করেছেন। দু’-একজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও চেন্নাইয়ের এক রেডিও জকি তাঁর সঙ্গে এই প্রকল্পে গভীর ভাবে জড়িয়ে। নইলে ভারতের হয়ে ক্রমাগত খেলতে খেলতে তিনি একা এটা করার সুযোগ পেতেন না।