Advertisement
E-Paper

শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিল ভারত

পাঁচ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে ভারত। এশিয়া কাপে পর পর তিনটি ম্যাচ জিতে নিল ধোনি অ্যান্ড ব্রিগেড। বাংলাদেশ পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে।

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১৮:৫৪

শ্রীলঙ্কা ১৩৮/৯ (২০ ওভার)

ভারত ১৪২/৫ (১৯.২ ওভার)

পাঁচ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত। এশিয়া কাপে পর পর তিনটি ম্যাচ জিতে নিল ধোনি অ্যান্ড ব্রিগেড। বাংলাদেশ পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ভারতকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন বিরাট কোহলি। পাকিস্তানের পর শ্রীলঙ্কা। বিরাটের ব্যাটেই লেখা হল জয়। যোগ্য সঙ্গত যুবরাজ সিংহর। যুবরাজের ব্যাট থেকে আবার দেখা গেল সেই চেনা ছক্কা। যদিও আউট হয়ে গেলেন ৩৫ রান করে। এর পর বাকি সময়টি বিরাটকে সঙ্গ দিলেন ধোনি।

• শ্রীলঙ্কাকে হারিয়ে এখনও পর্যন্ত এশিয়া কাপের সব ম্যাচে জিতে শীর্ষেই থাকল ভারত।

• ৪৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। ৪ বলে ৭ করে অপরাজিত থাকলেন ধোনি।

• ১৯.২ ওভারে ভারত ১৪২/৫।

• চার হাঁকিয়ে জয় ছিনিয়ে নিল ভারত।

• ১৯ ওভারে ভারত ১৩৮/৫।

• বিরাট কোহলির হাফ সেঞ্চুরি। বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন বিরাট।

• উল্টোদিকে ৪৭ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

• এসেই ছক্কা হাঁকালেন ধোনি।

• ১৮ ওভারে ভারত ১২৫/৫।

• হেরাথের বলে বোল্ড হলেন হার্দিক।

• হার্দিক পাণ্ডে আউট।

• ১৭ বলে ১৬ রান দরকার ভারতের।

• ১৭ ওভারে ভারত ১২২/৪।

• ১৮ বলে ৩৫ রান করে পেরেরার বলে কুলাসেকরাকে ক্যাচ দিলেন যুবরাজ।

• যুবরাজ সিংহ আউট।

• ১৬ ওভারে ভারত ১১২/৩।

• ১৫ বলে ৩০ রান যুবরাজের। সঙ্গে ৩৯ রানে ব্যাট করছেন বিরাট।

• ৩০ বলে ভারতের দরকার ৩৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৫ ওভারে ভারত ১০৫/৩।

• যুবরাজের ছক্কা।

• ১৩ ওভারে ভারত ৯২/৩।

• হেরাথের ওভারের শেষ দু’বলে জোড়া ছক্কা যুবরাজের।

• যুবরাজের দ্বিতীয় ছক্কা।

• যুবরাজের ছক্কা।

• ১২ ওভারে ভারত ৭৭/৩।

• ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• ৩০ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

• ১১.১ ওভারে ভারত ৭১/৩।

• ২৫ রান করে শনাকার বলে কুলাসেকরাকে ক্যাচ দিয়ে আউট হলেন সুরেশ রায়না।

• সুরেশ রায়না আউট।

• ২৭ রানে বিরাট ও ২৩ রানে রায়না ব্যাট করছেন।

• ১০ ওভারে ভারত ৬৬/২।

• ৮ ওভারে ভারত ৫০/২।

• ২১ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ১১ রানে সুরেশ রায়না।

• পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছিল বিরাটের ব্যাট। এবারও সেই আশায় সমর্থকরা।

• ৬ ওভারে ভারত ৩৭/২।

• ব্যাট করছেন বিরাট কোহলি ও সুরেশ রায়না।

• ৪ ওভারে ভারত ২০/২।

• শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিল শ্রীলঙ্কা।

• ১৫ রান করে কুলাসেকরার বলে কাপুগেদেরাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন রোহিত শর্মা।

• রোহিত শর্মা আউট।

• ৩ ওভারে ভারত ১৬/১।

• ২ ওভারে ভারত ১১/১।

• ভারতের প্রথম উইকেট পতন। মাত্র ১ রান করে কুলাসেকরার বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে আউট হলেন ধবন।

• ব্যাট করছেন রোহিত শর্মা ও শিখর ধবন।

• ভারতের ব্যাটিং শুরু।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান করল। এই পিচে এই রান তোলাও বেশ কঠিন। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন বুমরাহ, পাণ্ডে ও অশ্বিন। একটি উইকেট নেহরার। বাকি দু’টি রান আউট। শ্রীলঙ্কার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান কাপুগেদেরার ৩০। ২১২ রানের ইনিংস খেলেন সিরিবর্ধনা। ভারতের জন্য সুখবর সুস্থ হয়ে ব্যাট হাতে ওপেন করতে নেমেছেন দুই ওপেনার।

• নির্ধারিত ওভারের শেষে শ্রীলঙ্কা ১৩৮/৯।

• রান আউট হলেন কুলাসেকরা।

• ১৯ ওভারে শ্রীলঙ্কা ১২৮/৮।

• অশ্বিনের বলে স্ট্যাম্প আউট হলেন পেরেরা।

• অষ্টম উইকেট শ্রীলঙ্কার।

• ছক্কা.........

• সপ্তম উইকেট। বুমরাহর বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে ফিরলেন কাপুগেদেরা। খেললেন ৩০ রানের ইনিংস।

• এসেই মাত্র ১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন দাসুন শানাকা।

• ষষ্ঠ উইকেট শ্রীলঙ্কার।

• ২৮ রানে ব্যাট করছেন কাপুগেদেরা।

• ১৬ ওভারে শ্রীলঙ্কা ১০০/৫।

• পঞ্চম উইকেট শ্রীলঙ্কার। ২২ রান করে অশ্বিনের বলে রায়নাকে ক্যাচ দিয়ে আউট হলেন সিরিবর্ধনা।

• লড়াই করছে শ্রীলঙ্কা।

• ১২ ওভারে শ্রীলঙ্কা ৬২/৪।

• ১৮ রানে ব্যাট করছেন কাপুগেদেরা। ১ রানে সিরিবর্ধনা।

• ১১ ওভারে শ্রীলঙ্কা ৫৭/৪।

• চতুর্থ উইকেট শ্রীলঙ্কার।পাণ্ডের বলে বোল্ড হলেন ম্যাথুস।

• ১০ ওভারে শ্রীলঙ্কা ৪৭/৩।

• দলের ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টায় কাপুগেদেরা ও ম্যাথুস।

• এই পিচের এই চরিত্র অবশ্য এতদিনে জানা হয়ে গিয়েছে সকলেরই।

• শুরুতেই তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে শ্রীলঙ্কা।

• ৮ ওভারের শেষে শ্রীলঙ্কা ৩৫/৩।

• ৬.১ ওভারে শ্রীলঙ্কা ৩১/৩।

• ১৮ রানে পাণ্ডের বলে অশ্বিনকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন দিলশান।

• তৃতীয় উইকেট শ্রীলঙ্কার।

• ৫ ওভারে শ্রীলঙ্কা ২৬/২।

• এই মুহূর্তে ব্যাট করছেন দিলশান ও কাপুগেদেরা।

• ৪ ওভারে শ্রীলঙ্কা ১৫/২।

• বুমরাহ-র বলে ধোনিকে ক্যাচ দিয়ে আউট হলেন শেহান জয়সূর্য। করলেন মাত্র ৩ রান।

• দ্বিতীয় উইকেট শ্রীলঙ্কার।

• ৩ ওভারে শ্রীলঙ্কা ১০/১।

• ২.৩ ওভারে শ্রীলঙ্কা ৭/১।

• ২ রানে ব্যাট করছেন দিলশান।

• ৪ রান করে নেহরার বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলেন চান্দিমাল।

• শুরুতেই উইকেট শ্রীলঙ্কার।

• ১ ওভারে শ্রীলঙ্কা ৪/০।

• শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে এলেন চান্দিমাল ও দিলশান।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারত। রোহিত শর্মার চোট নিয়ে অনেক জল্পনার মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছেন তিনি। ম্যাচ শুরুর আগেই ফিটনেস টেস্ট নেওয়া হয় রোহিতের। তার পরই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোটের জন্য খেলতে না পারা আর এক ওপেনার শিখর ধবনও ফিরছেন এই ম্যাচে। বাকি দল অপরিবর্তিতই থাকছে। এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি ভারত। শ্রীলঙ্কা শেষ ম্যাচেই বাংলাদেশের কাছে হারের মুখ দেখেছে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে গতবারের চ্যাম্পিয়নরা। পাশাপাশি ভারতও চাইবে জয়ের ধারা ধরে রাখতে। মীরপুরের পিচ যেভাবে ভুগিয়েছে সব দলের ব্যাটসম্যানদের। সেখানে টস জয়টা ভীষন গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখতে হলে টস জিতে এগিয়ে থেকেই শুরু করল ভারত। পাকিস্তানকে যেভাবে ৮৩ রানে আটকে দিয়েছিলেন ধোনিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তেমনটাই করতে চাইবে ভারত। কারণ পরে ব্যাট করেও শুরুতেই উইকেট হারিয়ে সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। তাই প্রতিপক্ষকে কম রানেই বাঁধতে হবে রোহিতদের।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, এমএস ধোনি, হার্দিদ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, আশিস নেহরা।

India Srilanka Asiacup Rohit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy