এই মুহূর্তে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্ভব নয় কোনও ক্রিকেট। জানিয়ে দিলেন বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর। তাঁর মতে এই দুই দেশের মধ্যে বাইল্যাটেরাল সিরিজের পরিবেশ এখন নেই।
‘‘এই পরিবেশ দু’দেশের ক্রিকেটের সহায়ক নয়। উপযুক্ত পরিবেশ তৈরি করতে গেলে ক্রিকেট বোর্ডগুলির পারস্পরিক আলেচনার থেকেও ঢের বেশী জরুরী নয়া দিল্লির সঙ্গে ইসলামাবাদের কথা বলা।’’ মন্তব্য বোর্ড সেক্রেটারির।
ডিসেম্বরে ইউএই-তে বাইল্যাটেরাল সিরিজ নিয়ে আলোচনা করতে গত সপ্তাহেই ভারতে এসে ছিলেন পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান। কিন্তু নিজেদের রিসেন্ট ট্রেন্ড মেনে সোমবার বিসিসিআই সদর দফতরে তাণ্ডব চালায় শিবসেনা। ভেস্তে যায় বৈঠক।
শুক্রবার ফের তাদের ভারতীয় কাউন্টারপার্টকে বৈঠকে আহ্বান জানিয়েছে পিসিবি।
তবে অনুরাগ ঠাকুরের মন্তব্যে পরিষ্কার সেই বৈঠকে যোগ দিয়ে এই মুহূর্তে আর রিস্ক নিতে রাজি নয় বিসিসিআই। কোনও রকম বিতর্কে না গিয়ে সরকারের কোর্টে বল ঠেলে ডিফেনসিভ খেলতেই বেশি উত্সাহী তারা।