Advertisement
E-Paper

লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে চাপে অস্ট্রেলিয়া

ক্রিকেট মাঠে যতই শক্তপোক্ত দেখাক, মাঠের বাইরে পারিবারিক জীবনে ব্রাড হাডিনের লড়াইটা বেশ কঠিন। হাডিনের মেয়ের বিরল ক্যানসার ধরা পড়ার পর থেকেই চ্যালেঞ্জটা ক্রমশ কঠিন হয়ে উঠছে অস্ট্রেলিয়ার উইকেটকিপারের। যিনি পারিবারিক কারণে দ্বিতীয় অ্যাসেজ টেস্টের বাইরে চলে গিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৪:২০
অ্যাসেজে তেন্ডুলকর! তবে সচিন নয়, অর্জুন। বুধবার লর্ডসে ইংল্যান্ড প্র্যাকটিসে হঠাৎ করে দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে।

অ্যাসেজে তেন্ডুলকর! তবে সচিন নয়, অর্জুন। বুধবার লর্ডসে ইংল্যান্ড প্র্যাকটিসে হঠাৎ করে দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে।

ক্রিকেট মাঠে যতই শক্তপোক্ত দেখাক, মাঠের বাইরে পারিবারিক জীবনে ব্রাড হাডিনের লড়াইটা বেশ কঠিন। হাডিনের মেয়ের বিরল ক্যানসার ধরা পড়ার পর থেকেই চ্যালেঞ্জটা ক্রমশ কঠিন হয়ে উঠছে অস্ট্রেলিয়ার উইকেটকিপারের। যিনি পারিবারিক কারণে দ্বিতীয় অ্যাসেজ টেস্টের বাইরে চলে গিয়েছেন।

লর্ডসে আরও তাজা, আরও মরিয়া হয়ে নামবে অস্ট্রেলিয়া। জেসন গিলেসপির সে রকমই ভবিষ্যদ্বাণী। কিন্তু ঘটনা হল, প্রাক্তন অজি ফাস্ট বোলার বুধবার ব্রিটিশ মিডিয়ায় নিজের কলামে যাই বলুন, দ্বিতীয় অ্যাসেজ টেস্টের আগে মাইকেল ক্লার্করা ঘোর বিপদে।

হাডিনের পাশাপাশি শেন ওয়াটসনও নেই লর্ডস টেস্টে। তিনি বাদ পড়েছেন। শেষ ২২ টেস্টে ১৩টা উইকেট আর ১৮ ইনিংসে মাত্র তিনটে হাফ সেঞ্চুরির পর ওয়াটসনের বাদ পড়ার আশঙ্কাটা ছিলই। কিন্তু হাডিনের ব্যাপারটা মাইকেল ক্লার্কদের জন্য বড়সড় ধাক্কা।

মঙ্গলবার হাডিন টিমের সঙ্গে প্র্যাকটিস করেননি। তবে লর্ডস টেস্টে না থাকলেও পরে টিমের সঙ্গে হাডিন সফরে থাকবেন বলে শোনা যাচ্ছে। তাঁর জায়গায় লর্ডসে টেস্ট অভিষেক হচ্ছে ২৯ বছরের উইকেটকিপার পিটার নেভিলের। আর ওয়াটসনের বদলে দলে আসছেন মিচেল মার্শ।

প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুটের শূন্য রানে ক্যাচ ফস্কানোর পর ৩৭ বছরের অজি উইকেটকিপারের প্রবল সমালোচনা হচ্ছিল। তাঁকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন সমর্থকরা। কিন্তু হাডিনের পারিবারিক সমস্যা যাঁরা জানেন, তাঁরা অবশ্য পাশে দাঁড়াচ্ছেন তাঁর। ক্যাপ্টেন ক্লার্কও বলে দিয়েছেন, তিনি হাডিনের অ্যাসেজেই দ্রুত টিমে ফিরে আসার ব্যাপারে আশাবাদী। পাশাপাশি হাডিনের পারিবারিক সমস্যাকে সম্মান জানানোর অনুরোধও করেছেন তিনি।

বছর খানেক আগেই হাডিন বলেছিলেন, তাঁর পারিবারিক জীবন আর স্বাভাবিক হবে না। ২০১২ ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে তো হাডিনকে দেশে ফিরে আসতে হয়েছিল। ১৭ মাসের শিশুকন্যা মিয়ার ‘নিউরোব্লাস্টোমা’ ধরা পড়ায়। তিন সন্তানের বাবা হাডিন, স্ত্রী করিনার পাশে থাকতে পত্রপাঠ সফর থেকে ফেরত চলে আসেন। গত বছর হাডিন বলেছিলেন, ‘‘আমাদের ফোকাস এখন শুধু মেয়ের উপর। ক্রিকেট নিয়ে ভাবছি না। শুধু চাই মেয়ে যেন সেরা সুযোগটা পায়। ওই সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছে।’’

মেয়ের মারণ রোগ ধরা পড়ার পর অস্ট্রেলিয়ায় নিউরোব্লাস্টোমার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন হাডিন। গত মাসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তহবিল গড়ায় সাহায্য করেছিলেন। সেই অনুষ্ঠানে এক কিমির দৌড়ে মিয়াও ছিল। পরে অনুষ্ঠানের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে করিনা লিখেছিলেন, ‘ফিনিশিং লাইনটা পেরোনোর পর ওকে কোলে তুলে খুব চটকাচ্ছিলাম। আবেগে চোখে জল চলে এসেছিল। ওর লড়াকু মানসিকতাটা দেখে ফের অবাক হয়ে গেলাম।’

তার ঠিক এক মাস পরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণা, ‘পারিবারিক কারণে হাডিন দ্বিতীয় টেস্টে নেই।’

ছবি: রয়টার্স।

Australia Brad Haddin Shane Watson cricket england
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy