Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে জিম্বাবোয়েকে হারিয়ে দিল বাংলাদেশ

জিতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু করে দিল বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেই এশিয়া কাপে নামতে চায় বাংলাদেশ। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। সেটাই তাতাচ্ছে পুরো দলকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবোয়ে।

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৫:০১
Share: Save:

চার উইকেটে জিতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু করে দিল বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেই এশিয়া কাপে নামতে চায় বাংলাদেশ। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। সেটাই তাতাচ্ছে পুরো দলকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবোয়ে।

• ৬ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই জয়ের রান তুলে নিল বাংলাদেশ। কেউ খুব বেশি বড় রান না পেলেও দলগত জয় হল বাংলাদেশের।

• ১৮ ওভারে ছ’উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৫০।

• ষষ্ঠ উইকেট বাংলাদেশের। সাত রান করে আউট হলেন মাহমুদুল্লা।

• জিম্বাবোয়ের বোলিংয়ে একটু সমস্যায় বাংলাদেশ। যদিও লক্ষ্য বেশি কঠিন নয়।

• ১৬.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩১ রান বাংলাদেশের।

• বাংলাদেশের চতুর্থ উইকেট তুলে নিল জিম্বাবোয়ে। ১৫ ওভারে চার উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১৯।

• ১২ ওভারের শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৯৯। একটু হলেও সমস্যায় দল। তবে খুরে দাড়াবে ব্যাটসম্যানরা।

• তৃতীয় উইকেট গেল বাংলাদেশের। ছ’রান করে উইলিয়ামের বলে প্যাভেলিয়নে ফিরলেন শুভাগত হোম।

• দ্বিতীয় উইকেট গেল বাংলাদেশের। তামিম ইকবার ২৯ রান করে ফিরে গেলেন প্যাভেলিয়নে। ৭ ওভারের শেষে দু’উইকেটে বাংলাদেশের রান ৬৪।

• ২৬ রানে ব্যাট করছে তামিম ইকবাল ও ১০ রানে সাবির রহমান।

• রান আউট সৌম্য সরকার। ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪৯ রান বাংলাদেশের।

• বাংলাদেশের হয়ে ওপেন করতে নামলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নিলেনআল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। একটি উইকেট সাকিব আল হাসানের।

• বাংলাদেশ বোলারদের দাপটে ২০ ওভারের শেষে সাত উইকেট হারিয়ে ১৬৩ তুলল জিম্বাবোয়ে।

• ৭৯ রান করে রান আউট হলেন মাসাকাজা।

• দারুণ ছন্দে বাংলাদেশ বোলাররা। ১৫০ থেকে ১৫৩ রানে জিম্বাবোয়ের তিন উইকেট তুলে নিলেন বাংলাদেশ বোলাররা। মুস্তাফিজুর রহমান নিলেন পর দুটো উইকেট।

• ক্রিজে ৬৫ রান করে রয়েছেন মাসাকাজা ও ১ রান করে সিকান্দর রাজা।

• রান আউট হয়ে ফিরলেন ম্যালকম ওয়াল্লার। করলেন ১৪ রান।

• ১৫ ওভারে জিম্বাবোয়ের রান দু’উইকেটে ১৩২।

• হাফ সেঞ্চুরি করলেন মাসাকাজা। ১৩ ওভারে জিম্বাবোয়ের রান এক উিকেট হারিয়ে ১১২।

• সাকিবের বলে প্রথম উইকেট তুলে নিল বাংলাদেশ। তামিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন শিবান্দা। এক উইকেট হারিয়ে জিম্বাবোয়ের রান এখন ১০১।

• ১১ ওভারের শেষে জিম্বাবোয়ের রান ৯০। দু’ওভার করে বল করে মাশরাফি মোর্তাজা দিয়েছেন ১৬ রান। মুস্তাফিজুর দিয়েছেন ১১ রান। মাহমুদুল্লা দিয়েছেন ২০ রান। আমিন হুসেন দিয়েছেন ১০ রান।

• ৭ ওভারের শেষে ৫৫ রান তুলেছে জিম্বাবোয়ে।

• ৫ ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ৪৬। শিবান্দার ব্যাক্তিগত রান ১৯ ও মাসাকাজার রান ২৬।

• জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নেমেছেন ভুসি শিবান্দা ও হ্যামিল্টন মাসাকাজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh cricket zimbabwe match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE