টেস্ট র্যাঙ্কিং টেবিলটায় ৮ আর ৯-এর মধ্যে ব্যবধানটা মাত্র ৮ পয়েন্টের। খাতায় কলমে ক্যারিবিয়ানদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বঙ্গব্রিগেড। অথচ কিছুদিন আগেও পরিস্থিতিটা এরকম ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর গত ৯ মাস টেস্টের বাইরে বাংলাদেশ। পরবর্তী টেস্টের জন্য অপেক্ষা আরো ৩ মাস। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি আসার কথা সম্ভবত সপ্নেও ভাবেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে মঙ্গলবারে আইসিসি প্রকাশিত টেস্ট র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর বদলে গেল সব হিসেব নিকেশ। র্যাঙ্কিংয়ে ৯ নম্বর জায়গাটা বজায় থাকলেও টেস্ট রেটিংয়ে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে ১০ পয়েন্ট। ৪৭ থেকে বেড়ে গতকাল প্রকাশিত আইসিসি-র সর্বশেষ রেটিংয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৫৭। ২০১৩ সালের মে থেকে ২০১৬-এর এপ্রিল, এই তিন ক্রিকেট মরশুমে ১৪ টেস্টে ৩ জয়, ৪ হার এবং ৭টিতে ড্র। আর তার জেরেই ঝুলিতে ১০ পয়েন্ট । ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মরসুমের পারফরম্যান্সের ৫০ % এবং ২০১৫-১৬ মরসুমের পারফরম্যান্সের ১০০% নিয়ে তৈরি এই র্যাঙ্কিং। এই হিসেবে একদিকে বাংলাদেশের প্রাপ্তি যেখানে ১০ পয়েন্ট, অন্য দিকে ওয়েস্টইন্ডিজের খোয়া গেছে ১১ পয়েন্ট। আট নম্বর পজিশনটা বজায় থাকলেও ব্যবধান কিন্তু এক লাফে অনেকটা কমে গেছে।
২০১১-১২ মরসুমে জিম্বাবোয়ের কাছে শোচনীয় পরাজয়ের পর টেস্ট ক্রিকেট র্যাঙ্কিং-এ অবনমন এখন বাংলাদেশের কাছে অতীত। ২০১৪-১৫-এর মরসুমে জিম্বাবোয়েকে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে সে প্রতিশোধও সারা। র্যাঙ্কিং-এ ১০ নম্বরে থাকা জিম্বাবোয়ের সঙ্গে ন’নম্বরে থাকা বাংলাদেশের পার্থক্য এখন ৪৫ পয়েন্টের। ঘরের মাটিতে গত ৩ বছরে টেস্টে বিস্ময়কর উন্নতি হয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ড,শ্রীলংকা এবং পাকিস্তানের কাছে তিনটি ম্যাচে হেরে গেলেও জিতেছে তিনটিতে। ভারতের বিপক্ষে ১ ম্যাচের টেস্ট সিরিজ ড্র। এ ছাড়াও ছাড়াও দক্ষিন আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজও ড্র করেছে বাংলাদেশ। তৃতীয় ইনিংসে বিশ্বরেকর্ডে পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট ড্র ছাড়াও শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। এ বছর হোমে ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও আগামী বছর পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্নাঙ্গ হোম সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের। গত ৩ বছরে টেস্টে রেটিং পয়েন্ট যেভাবে বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ, তাতে ওয়ানডের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
আরও পড়ুন—পুণে নিতে পারে মাহমুদুল্লাহকে বলছেন হর্ষ