Advertisement
০৫ মে ২০২৪

বাবার পরামর্শেই সিদ্ধান্ত, জল্পনা

২০০৩ সালে স্যান্টোস ছেড়ে বার্সায় যোগ দেন নেমার। কিন্তু সেই চুক্তি নিয়েও বিতর্ক কম হয়নি। বার্সার বিরুদ্ধে অভিযোগ ছিল, নেমারের সঙ্গে চুক্তির অঙ্ক প্রকাশ না করার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৩:৩০
Share: Save:

গত অক্টোবরে বার্সেলোনার নতুন চুক্তিতে সই করেছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)। ২০২১ পর্যন্ত ক্যাম্প ন্যু-তে তাঁর থাকার কথা। কিন্তু মাত্র ন’মাসের মধ্যেই নাটকীয় ভাবে বদলে গেল পরিস্থিতি। ২২২ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭৩ কোটি) রেকর্ড অর্থে বার্সা ছেড়ে প্যারিস সঁ জরমঁ (পিএসজি)-তে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

কিন্তু চুক্তি ভেঙে কেন বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিলেন নেমার? ব্রাজিলীয় তারকার বাবা সিনিয়র নেমারকেই দায়ি করছেন বার্সা ভক্তরা ও স্প্যানিশ সংবাদ মাধ্যম। কেন? কারণ, ছেলের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেন তিনিই!

কে এই সিনিয়র নেমার? পেশাদার ফুটবলার ছিলেন। কিন্তু কখনওই সে ভাবে নজর কাড়তে পারেননি। দারিদ্র ছিল নিত্যসঙ্গী। সুদিন ফেরে ছেলের সৌজন্যে।

১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি সাও পাওলোর মোগি দস ক্রুজেস-এ জন্ম নেমারের। দুরন্ত স্কিলের জন্য শৈশবেই জনপ্রিয় হয়ে ওঠেন নেমার। তবে ফুটবলটা মূলত খেলতেন রাস্তায়। নিজে সফল ফুটবলার হতে না পারলেও ছেলে যে ভবিষ্যতের তারকা বুঝতে ভুল করেননি তিনি। মাত্র এগারো বছর বয়সে স্যান্টোস ক্লাবের যুব দলে ছেলেকে ভর্তি করে দেন তিনি। তার পর ওয়ানগার রিবেইরো-কে সরিয়ে ছেলের এজেন্টও হয়ে যান। ‘‘আমি নেমারের এজেন্ট ছিলাম ওর বারো বছর বয়স পর্যন্ত। স্যান্টোসের সঙ্গে নেমারের চুক্তি আমার উদ্যোগেই হয়েছিল। কিন্তু তার পর ওর বাবা সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন,’’ বলেছেন রিবেইরো।

আরও পড়ুন: মঁফিলকে হারিয়ে অঘটন ভামব্রির

২০১৩ সালে স্যান্টোস ছেড়ে বার্সায় যোগ দেন নেমার। কিন্তু সেই চুক্তি নিয়েও বিতর্ক কম হয়নি। বার্সার বিরুদ্ধে অভিযোগ ছিল, নেমারের সঙ্গে চুক্তির অঙ্ক প্রকাশ না করার। নেমার ও তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকি দেওয়ার। ব্রাজিল ও স্পেন দু’দশের আদালতেই তাঁদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল। ৪৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪১ কোটি) জরিমানা দিতে হয়েছে। ব্রাজিলের আদালত তাঁদের মুক্তি দিলেও স্পেন এখনও মামলা চলছে। নেমারের দু’বছর কারাবাস ও জরিমানা হিসেবে ১০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫৭ কোটি) শাস্তির আবেদন করছেন স্পেনের আয়কর বিভাগের আইনজীবীরা।

বার্সার কাছ থেকে ‘লয়্যালটি বোনাস’ হিসেবেও সিনিয়র নেমার ২৬ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯৭ কোটি) অর্জন করেছেন। গত বছর মরসুম শেষ হওয়ার আগেই পিএসজি তাঁকে প্রস্তাব দেয়, ছেলেকে বার্সা ছাড়তে রাজি করাতে সফল হলে ৫০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭৮ কোটি) পাবেন। তার পরেই শুরু হয়ে যায় দলবদলের সেরা থ্রিলার। যাতে শেষ হাসি হাসলেন সিনিয়র নেমার-ই!

(২০১৩ সালে স্যান্টোস ছেড়ে বার্সায় যোগ দেন নেমার। কিন্তু উপরের প্রতিবেদনটি প্রকাশের সময় ভুলবশত ২০১৩-র জায়গায় ২০০৩ লেখা হয়েছিল। পাঠকদের ধন্যবাদ এই ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE