Advertisement
২৪ মার্চ ২০২৩

বার্সার হয়ে গোল করে সমালোচকদের একহাত মেসির

বার্সেলোনার হয়ে ট্রফির পর ট্রফি জিতলেও আর্জেন্তিনা জার্সিতে তাঁর কপালে জুটেছে হতাশা। বিশ্বকাপ ফাইনাল হোক বা কোপা আমেরিকা, আর্জেন্তিনা জার্সিতে লিওনেল মেসি মানেই অন্ধকার সমস্ত অধ্যায়।

দাপট: সেভিয়ার বিরুদ্ধে গোল করার পরে মেসির উৎসব। গেটি ইমেজেস

দাপট: সেভিয়ার বিরুদ্ধে গোল করার পরে মেসির উৎসব। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৩:০৬
Share: Save:

বার্সেলোনার হয়ে ট্রফির পর ট্রফি জিতলেও আর্জেন্তিনা জার্সিতে তাঁর কপালে জুটেছে হতাশা।

Advertisement

বিশ্বকাপ ফাইনাল হোক বা কোপা আমেরিকা, আর্জেন্তিনা জার্সিতে লিওনেল মেসি মানেই অন্ধকার সমস্ত অধ্যায়।

বিশ্বকাপ বাছাই পর্বেও সেই ছবি পাল্টায়নি। চিলের বিরুদ্ধে সহকারী রেফারিকে গালিগালাজ করে চার ম্যাচ সাসপেন্ড হয়েছেন মেসি। ফুটবলবিশ্বে ফের শুরু হয় সমালোচনাও। প্রশ্ন উঠে যায় মেসির মতো প্রতিভা দেশের জার্সিতে হারিয়ে যান কেন?

সমালোচকদের মুখ বন্ধ করে মেসির জবাবটাও চলে এলো। এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এল এম টেন জানিয়ে দিলেন, সমালোচনার প্রভাব তাঁর ওপর পড়ে না। বরং দেশের হয়ে ট্রফি জেতার খিদেটা এখনও আছে তাঁর মধ্যে। ‘‘কে কী সমালোচনা করল আমার তাতে কিছু যায় আসে না। আমি জানি আর্জেন্তিনার হয়ে কী কী করতে পারিনি। কাউকে আলাদা করে বলতে হবে না,’’ বলছেন মেসি।

Advertisement

মহাতারকার মতে, আর্জেন্তিনার হয়ে খেলতে নামা মানে প্রত্যাশার চাপও থাকবে। ‘‘আমি জানি আর্জেন্তিনা খুব বড় একটা দল। স্বাভাবিক ভাবে চাপও থাকবে ট্রফি জেতার। কিন্তু ভুলে গেলে চলবে না আর্জেন্তিনার ফুটবলাররা সব সময় এই চাপের জন্য তৈরি থাকে,’’ বলছেন মেসি। আর্জেন্তিনার হয়ে একটার পর একটা ফাইনাল হারলেও আজও মেসিকে তাতায় দেশের জার্সিতে অলিম্পিক্সে সোনা জয়ের সেই স্মৃতি। ‘‘২০০৮ অলিম্পিক্সে সেই সোনা জয়ের দিনটা কোনওদিনও ভুলব না। খুব কম ফুটবলারের সুযোগ থাকে অলিম্পিক্সে সোনা জেতার,’’ বলছেন মেসি।

বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে হেরে এখন এডগার্ডো বাউজার ভবিষ্যৎ নিয়েও বাড়ছে জল্পনা। শোনা যাচ্ছে, খুব বেশিদিন থাকবে না বাউজার চাকরি। তাতেও অবশ্য চিন্তিত নন আর্জেন্তাইন কোচ। ‘‘আমার আত্মবিশ্বাস আছে নিজের উপর। আমার কথা হয়েছে আর্জেন্তাইন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে। আমি চিন্তিত নই,’’ বলছেন বাউজা।

আর্জেন্তিনার হয়ে সাসপেন্ড থাকলেও ক্লাব জার্সিতে ফর্ম ধরে রাখলেন লিওনেল মেসি। বুধবার লা লিগায় সেভিয়াকে ৩-০ হারাল বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি।

প্রথমার্ধের শুরুর থেকেই আক্রমণ সানাতে থাকে বার্সা। লুইস সুয়ারেজের গোলে ১-০ এগোয় বার্সা। যার কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ান মেসি। বিরতির আগে আবার নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ এক তরফা লড়াইয়ে পরিণত করেন এল এম টেন।

জয়ের সৌজন্যে লা লিগার শীর্ষে উঠল বার্সা। চাপ বজায় থাকল রিয়াল মাদ্রিদের উপর। বার্সা কোচ লুইস এনরিকে বলছেন, ‘‘আমি খুব খুশি দলের পারফরম্যান্স। আজ আমরা ভাল খেলেছি। পাসিংটা খুব ভাল হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.