Advertisement
০৭ মে ২০২৪

বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

উল্ফসবার্গকে হাফ ডজন গোল দিয়ে টানা পাঁচ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। উল্ফসবার্গের বিরুদ্ধে ৬-০ জিতল বায়ার্ন। যে ম্যাচে শুরুর থেকে শেষ আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিল বায়ার্ন।

বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। ছবি: এএফপি

বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০১৭ ০৩:২৭
Share: Save:

উল্ফসবার্গকে হাফ ডজন গোল দিয়ে টানা পাঁচ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ।

উল্ফসবার্গের বিরুদ্ধে ৬-০ জিতল বায়ার্ন। যে ম্যাচে শুরুর থেকে শেষ আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিল বায়ার্ন। প্রথমার্ধের শুরুতে দাভিদ আলাবার গোলে ১-০ এগোয় কার্লো আনচেলোত্তির দল। রবার্ট লেয়নডস্কির জোড়া গোলে প্রথমার্ধের শেষে এক প্রকার জয় নিশ্চিত করে বায়ার্ন। তাতেও গোল-উৎসব থামেনি। রবেন, মুলার ও কিমিখের গোলে টানা পাঁচ বছর বুন্দেশলিগা জয়ের নজির গড়ল বায়ার্ন।

মরসুম শেষেই অবসর নেবেন বলে আগেই জানিয়েছিলেন বায়ার্ন ফুলব্যাক ফিলিপ লাম। বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়ে তাই তো লাম বলছেন, ‘‘অবিশ্বাস্য মুহূর্ত। চার ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। কিন্তু আমরা সেটা সম্ভব করেছি।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘লিগ জেতা হয়ে গিয়েছে। কিন্তু বাকি ম্যাচগুলোয় এ বার জিততে চাই। এটাই আমার ক্লাবের হয়ে শেষ মরসুম। তাই জিতেই শেষ করতে চাই।’’ বায়ার্ন কোচ কার্লো আনচেলোত্তি আবার বলছেন, ‘‘প্রথম বার বুন্দেশলিগা জিততে পেরে আমি খুশি। সমর্থকদের উৎসর্গ করতে চাই এই জয়।গোটা মরসুম আমরা ভাল খেলেছি। যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bayern Munich Bundesliga Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE