শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় পর্বে বিরাট কোহালি বিশ্রাম নিতে পারেন বলে শোনা যাচ্ছে। চলতি সিরিজের তৃতীয় টেস্টের দল, এর পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ও আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দল সোমবার বেছে নেবেন নির্বাচকরা।
আইপিএল থেকে টানা ক্রিকেট খেলে যাওয়া ভারত অধিনায়ক মাস খানেক বিশ্রাম পেতে পারেন বলে খবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টিতে বিরাটকে বিশ্রাম দেওয়া হলে তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। তবে কোহালিকে যদি ২ ডিসেম্বর থেকে নয়াদিল্লিতে শুরু হওয়া তৃতীয় টেস্ট থেকেও বিশ্রাম দেওয়া হয় তা হলে অজিঙ্ক রাহানে অধিনায়কত্ব করবেন। তবে সোমবার সবচেয়ে বেশি আগ্রহ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল কী হতে পারে তা নিয়ে। মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৭ বা ১৮ জনের দল বেছে নেওয়া হতে পারে। দল নির্বাচনের আগের দিন আলোচনায় থাকলেন সেই যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের জন্য ভাবা হচ্ছে তাঁকে। বাকি পেসারদের মধ্যে মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব নিশ্চিত। পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপারের জায়গায় দৌড়ে আছেন পার্থিব পটেল। ভারতীয় দল চাইছে ঋদ্ধিমান সাহার পাশাপাশি দ্বিতীয় কিপার নিয়ে যেতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy